Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Language Translator Device

এই গ্যাজেট সঙ্গে থাকলেই ৮০টি ভাষা আপনার হাতের মুঠোয়

বিভিন্ন ভাষাভাষীর মানুষের সঙ্গে কাজ করতে হয়? কিংবা যোগাযোগ রয়েছে অন্যান্য ভাষার মানুষের সঙ্গে? কাজের সূত্রে বা ঘুরতে অন্য কোনও দেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১৯:৪৫
Share: Save:

বিভিন্ন ভাষাভাষীর মানুষের সঙ্গে কাজ করতে হয়? কিংবা যোগাযোগ রয়েছে অন্যান্য ভাষার মানুষের সঙ্গে? কাজের সূত্রে বা ঘুরতে অন্য কোনও দেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে? এ সব ক্ষেত্রে মাঝেমধ্যেই সমস্যায় মধ্যে পড়তে হয় ভাষা নিয়ে। এত রকমের ভাষা তো আপনার জানা নেই।

কিন্তু ভাষাগত এই সমস্যার সমাধান হতে চলেছে। চলে এসেছে মুশকিল আসান আশ্চর্যজনক এক গ্যাজেট ‘ট্র্যাভিস’। খানিকটা রিমোট কন্ট্রোলের মতো দেখতে এই ডিভাইস পকেটে আঁটাকানো যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই গ্যাজেট যে কোনও ভাষাকে ৮০টি ভিন্ন ভাষায় অনুবাদ করে দিতে পারে। ট্র্যাভিস প্রস্তুতকারকদের দাবি, এই ডিভাইস অনলাইনে রিয়েল টাইমে ৮০টি ভাষা অনুবাদ করতে সক্ষম। আর অফলাইন মোডে ২০টি ভাষা অনুবাদ করতে পারে।

আরও পড়ুন: জেনে নিন রান্নায় অলিভ অয়েল ব্যবহারের খুঁটিনাটি

ডিভাইসটি একনাগাড়ে ৬ ঘণ্টা অনলাইন এবং ১২ ঘণ্টা অফলাইনে চলতে পারে। এ ছাড়া প্রতিটি ভাষার অনুবাদের জন্য সবচেয়ে ভাল অ্যাপটি ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে। ডিভাইসটির ফিচারে রয়েছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে, একটি কোয়াড কোর প্রসেসর, ব্লুটুথ এবং ওয়াই ফাই। ডিভাইসটিতে একটি সিম কার্ডের স্লটও রয়েছে। বিশ্বের সর্বপ্রথম স্মার্ট পকেট ট্রান্সলেটরটি ১৩৯ মার্কিন ডলারের বিনিময়ে আগে থেকে অর্ডার দেওয়া যাবে।

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gadgets Translator Technology Travis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE