Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Lifestyle News

ফোন কিনবেন? জেনে নিন এ বছর কী কী নতুন ফোন আসছে বাজারে

পুরনো ফোনটাকে কি এ বার বিদায় করার কথা ভাবছেন? কিন্তু নতুন কী মডেল কিনবেন বুঝে উঠতে পারছেন না? তাড়াহুড়ো করবেন না। ভাল ফোন কিনতে চাইলে দরকার হলে অপেক্ষা করুন কিছুদিন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ১০:১৭
Share: Save:
০১ ০৮
নোকিয়া ডি১সি: ৫ অথবা ৫.৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে এই ফোনে। সঙ্গে পাবেন ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।<br> ১৬ এমপি ব্যাক ক্যামেরা ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। পাবেন অক্টা-কোর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর।

নোকিয়া ডি১সি: ৫ অথবা ৫.৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে এই ফোনে। সঙ্গে পাবেন ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।<br> ১৬ এমপি ব্যাক ক্যামেরা ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। পাবেন অক্টা-কোর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর।

০২ ০৮
শাওমি নোট ৪: ৫.৫ ডিসপ্লে-র সঙ্গে পাবেন ১৩ এমপি ব্যাক ক্যামেরা, ২ জিবি র‌্যাম, ৪১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।<br> শাওমি নোট ৪ প্রাইম মডেলটিতে পাবেন ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র‌্যাম।

শাওমি নোট ৪: ৫.৫ ডিসপ্লে-র সঙ্গে পাবেন ১৩ এমপি ব্যাক ক্যামেরা, ২ জিবি র‌্যাম, ৪১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।<br> শাওমি নোট ৪ প্রাইম মডেলটিতে পাবেন ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র‌্যাম।

০৩ ০৮
নোকিয়া সি১: ২৮০০ এমএএইচ ব্যাটারি, ৩২ জিবি স্টোরেজ, ১৩ এমপি ক্যামেরা, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে এবং ২ জিবি র‌্যাম পাবেন নোকিয়ার এই মডেলটিতে।

নোকিয়া সি১: ২৮০০ এমএএইচ ব্যাটারি, ৩২ জিবি স্টোরেজ, ১৩ এমপি ক্যামেরা, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে এবং ২ জিবি র‌্যাম পাবেন নোকিয়ার এই মডেলটিতে।

০৪ ০৮
মোটোরোলা মোটো জি৫ প্লাস: ৪ জিবি র‌্যাম পাবেন এই ফোনটিতে।<br> সঙ্গে থাকবে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১৬ এমপি ব্যাক ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ৩৫০০ এমএএইচ ব্যাটারি। ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি।

মোটোরোলা মোটো জি৫ প্লাস: ৪ জিবি র‌্যাম পাবেন এই ফোনটিতে।<br> সঙ্গে থাকবে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১৬ এমপি ব্যাক ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ৩৫০০ এমএএইচ ব্যাটারি। ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি।

০৫ ০৮
স্যামসুং গ্যালাক্সি এ৩: ১৬ ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাবেন ২ জিবি র‌্যাম, <br> ১৩ এমপি ব্যাক ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। থাকবে ২৩৫০ এমএএইচ ব্যাটারি, ৪.৭০ ইঞ্চি ডিসপ্লে।

স্যামসুং গ্যালাক্সি এ৩: ১৬ ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাবেন ২ জিবি র‌্যাম, <br> ১৩ এমপি ব্যাক ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। থাকবে ২৩৫০ এমএএইচ ব্যাটারি, ৪.৭০ ইঞ্চি ডিসপ্লে।

০৬ ০৮
স্যামসুং গ্যালাক্সি এ৫: এই মডেলে পাবেন ৫.২০ ইঞ্চি ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম, ১৬ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা, <br> ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি।

স্যামসুং গ্যালাক্সি এ৫: এই মডেলে পাবেন ৫.২০ ইঞ্চি ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম, ১৬ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা, <br> ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি।

০৭ ০৮
স্যামসুং গ্যালাক্সি এ৭: ৩৬০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে পাবেন ৫.৭০ ইঞ্চি ডিসপ্লে, ১৬ এমপি ব্যাক ও ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা।<br> এই মডেলে রয়েছে ৩২ জিবি ইন্টারন্যাল মেমরি এবং ৩ জিবি র‌্যাম।

স্যামসুং গ্যালাক্সি এ৭: ৩৬০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে পাবেন ৫.৭০ ইঞ্চি ডিসপ্লে, ১৬ এমপি ব্যাক ও ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা।<br> এই মডেলে রয়েছে ৩২ জিবি ইন্টারন্যাল মেমরি এবং ৩ জিবি র‌্যাম।

০৮ ০৮
এইচটিসি ডিজায়ার ১০প্রো: ৪ জিবি র‌্যামের সঙ্গে পাবেন ৫.৫ ডিসপ্লে, ২০ এমপি ব্যাক ও ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা।<br> ৩০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে পাবেন ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজও।

এইচটিসি ডিজায়ার ১০প্রো: ৪ জিবি র‌্যামের সঙ্গে পাবেন ৫.৫ ডিসপ্লে, ২০ এমপি ব্যাক ও ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা।<br> ৩০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে পাবেন ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE