Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সুস্থ সন্তান পেতে শুরুতেই এইচআইভি টেস্ট

সন্তান আনার পরিকল্পনা করার শুরুতেই এইচআইভি টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন। যদি আপনি এইচআইভি পজিটিভ হন তাহলে কিন্তু এমটিসিটি-র ঝুঁকি রয়েছে। অর্থাত্ আপনার সন্তানের শরীরে সংক্রমণ ছড়াতে পারে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ০১:০১
Share: Save:

সন্তান আনার পরিকল্পনা করার শুরুতেই এইচআইভি টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন। যদি আপনি এইচআইভি পজিটিভ হন তাহলে কিন্তু এমটিসিটি-র ঝুঁকি রয়েছে। অর্থাত্ আপনার সন্তানের শরীরে সংক্রমণ ছড়াতে পারে। জেনে নিন নিজেকে ও সন্তানকে সুরক্ষিত রাখবেন কী ভাবে।

কী এই পিএমটিসিটি?(PMTCT)

পিএমটিসিটি বুঝতে হলে আগে জানতে হবে এমটিসিটি(MTCT) কী। মায়ের থেকে সন্তানের শরীরে এইচআইভি সংক্রমণকে বলে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন বা এমটিসিটি। পিএমটিসিটি হল প্রিভেনশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন।

কোন কোন সময় হতে পারে সংক্রমণ?

মা যদি এইচআইভি পজিটিভ হন তবে গর্ভাবস্থায়, লেবর পেনের সময়, ডেলিভারির সময় বা স্তন্যদানের সময় মায়ের শরীর থেকে সন্তানের শরীরে এইচআইভি সংক্রমণ হতে পারে। সাবধান না থাকলে এই সংক্রণের চান্স থাকে ১৫ থেকে ৪৫ শতাংশ। যেখানে উপযুক্ত স্ক্রিনিং, চিকিত্সা ও সাবধানতা অবলম্বন করলে এই চান্স পাঁচ শতাংশে নামিয়ে আনা যায়।

কী ভাবে কমানো যায় ঝুঁকি?

১। মা যদি এইচআইভি পজিটিভ হন তবে গর্ভাবস্থায় ও ডেলিভারির সময় ওষুধ খেতে হবে।

২। এই অবস্থায় নরমাল ডেলিভারির বদলে আগে থেকে ঠিক করা সময়ে সি-সেকশন ডেলিভারি করা হয়ে থাকে।

৩। শিশুর জন্মের পর ছয় সপ্তাহ পর্যন্ত এইচআইভি ওষুধ দেওয়া হয়।

৪। এ ক্ষেত্রে শিশুকে স্তন্যপান করানো হয় না।

গর্ভবস্থায় এইচআইভি ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

এইচআইভি ওষুধ খেলে গর্ভাবস্থায় মা বা গর্ভস্থ শিশুর কোনও ক্ষতির সম্ভাবনা নেই। এই ওষুধ প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে পৌঁছয়। ফলে শিশুর সংক্রমণের ঝুঁকি কমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PMTCT MTCT HIV HIV Positive HIV tranmission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE