Advertisement
২০ এপ্রিল ২০২৪

এ ভাবে আঁচড়ান, চুল উঠবে কম

লম্বা চুল রাখতে সকলেই ভালবাসে। কিন্তু রোজ বাড়ি ফিরে চুলের জট ছাড়ানো, চুল ওঠার সমস্যার কথা ভাবলেই গায়ে জ্বর আসে। ঠিক ভাবে চুল আঁচড়াচ্ছেন তো?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ১৪:০২
Share: Save:

লম্বা চুল রাখতে সকলেই ভালবাসে। কিন্তু রোজ বাড়ি ফিরে চুলের জট ছাড়ানো, চুল ওঠার সমস্যার কথা ভাবলেই গায়ে জ্বর আসে। ঠিক ভাবে চুল আঁচড়াচ্ছেন তো? জেনে নিন কী ভাবে আঁচড়ালে সহজে জট ছাড়বে, চুল উঠবে কম।

১। নিজের চুল অনুযায়ী হেয়ার ব্রাশ বেছে নিন।

২। চুলে জল বা কন্ডিশনার স্প্রে করুন। যা চুলের জট ছাড়াতে সাহায্য করে।

৩। হাত দিয়ে মাথার পিছন থেকে চুল দু’ভাগে ভাগ করে সামনে নিয়ে আসুন।

৪। প্রথমে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল ভাল করে আঁচড়ে নিন। এতে চুলের সামান্য জটও খুলে যাবে।

৫। এ বার ব্রাশ দিয়ে চুল আঁচড়াতে থাকুন। বাইরের দিক, ভিতরের দিক দু’দিকই ভাল করে আঁচড়াবেন।

৬। ঘাড় এক দিকে হেলিয়ে সে দিকের চুল আঁচড়ান। এতে টান কম লাগবে।

৭। আঁচড়াতে আঁচড়াতে আস্তে আস্তে চুল সামনে থেকে পিঠের ওপর বিছিয়ে দিন।

এ ভাবে চুল আঁচড়ালে সহজে জট ছাড়বে, চুল উঠবে কম, মাথায় রক্ত সঞ্চালন ভাল হয়ে চুল দেখাবেও স্বাস্থ্যকর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

comb hair falling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE