ফ্যাশন দুনিয়া, র্যাম্প, ক্যাট ওয়াক— শব্দগুলোর সঙ্গে যেন অবিচ্ছেদ্য ভাবেই জড়িয়ে গিয়েছে স্লিপ অ্যান্ড ট্রিম শব্দটা। শুধু রোগা হলেই চলবে না, আধপেটা খেয়ে না খেয়ে, ‘কলার বোন’-এর হাড় বের করে, জিরো ফিগার হতেই হবে। তা না হলে আর কীসের মডেল?
কিন্তু প্রথাগত এই ধারণাকে দিব্যি বুড়ো আঙুল দেখিয়েছেন এঁরা। মোটা তো কী হয়েছে? শরীরের গঠনের জন্য থমকে যায়নি তাঁদের স্বপ্ন। প্লাস সাইজেই অবলীলায় মাতিয়েছেন র্যাম্প। পৃথিবীর প্রথম সারির আট প্লাস সাইজ মডেলের হদিস দেবে সঙ্গের গ্যালারি।
আরও পড়ুন: আঁটপুর মিত্র পরিবারের পুজো