Advertisement
২৫ এপ্রিল ২০২৪
সুনন্দা-তদন্ত

জেরার মুখে এ বার অমর সিংহ, নজরে সেই আইপিএল

সুনন্দা পুষ্কর হত্যা মামলায় এ বার জেরার মুখে পড়তে হল সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহকে। দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) আজ তাঁকে প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সম্প্রতি অমর সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, মৃত্যুর কয়েক দিন আগেই আইপিএল বিতর্ক নিয়ে সুনন্দার সঙ্গে তাঁর কথা হয়েছিল। তাই এই নেতাকে প্রশ্ন করার সিদ্ধান্ত নেয় দিল্লি পুলিশ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৫ ০৪:০২
Share: Save:

সুনন্দা পুষ্কর হত্যা মামলায় এ বার জেরার মুখে পড়তে হল সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহকে। দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) আজ তাঁকে প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সম্প্রতি অমর সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, মৃত্যুর কয়েক দিন আগেই আইপিএল বিতর্ক নিয়ে সুনন্দার সঙ্গে তাঁর কথা হয়েছিল। তাই এই নেতাকে প্রশ্ন করার সিদ্ধান্ত নেয় দিল্লি পুলিশ।

অমর এর আগেও বিভিন্ন জায়গায় বলেছেন, তিনি সুনন্দা-শশীর ঘনিষ্ঠ বন্ধু। সেই সূত্রে পুলিশ তাঁকে তারুর দম্পতির সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছে বলে দাবি একটি সূত্রে। ওই সূত্রের বক্তব্য, পাক সাংবাদিক মেহর তরারের সঙ্গে শশীর সম্পর্ক নিয়ে অমরের কাছে সুনন্দা কিছু বলেছেন কিনা, তা নিয়েও কথা হয়েছে। তাঁকে মোট ২০টি প্রশ্ন করা হয়েছে।

যদিও জেরার পরে অমর এ নিয়ে বিস্তারিত কিছুই জানাতে চাননি। শুধু বলেছেন, “একটা ভয়াবহ খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। তাই সত্যি লুকিয়ে রাখার কোনও অর্থ নেই। তার মানে এই নয় যে আমি শশী তারুরের ভাল চাই না বা আমি তাঁর বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রের অভিযোগ করছি। যতই হোক, উনি আমার প্রিয় বন্ধুর স্বামী। তাই অভিযোগ করার কোনও প্রশ্নই ওঠে না।”

অমরের মন্তব্য, “আমি সুনন্দা সম্পর্কে যা জানতাম পুলিশকে সব জানিয়েছি। এর বেশি আর কিছু জানানো সম্ভব নয়। কারণ বিষয়টি তদন্তাধীন।” সম্প্রতি এই নেতা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সুনন্দা মৃত্যুর দু’দিন আগেই তাঁকে বলেছিলেন, আইপিএল বিতর্কের জেরে শশীর সব দায় সুনন্দাকেই নিতে হয়েছে। তারুরের ব্যাপারে কথা বলতে গিয়ে অমরকে নাকি সুনন্দা বলেছিলেন, “এই লোকটির জন্য আমি অনেক কিছুই করেছি। আমি নিজে ঝুটঝামেলাহীন মানুষ। দুবাইয়ে কাজ করতাম। আইপিএল নিয়ে আগে কিছু বলিনি। আমার দিক থেকে কোনও ভুল হয়নি। এ নিয়ে ঠিক কী হয়েছিল, তা জানেন শুধু ঈশ্বর আর শশী।” আইপিএল-দুর্নীতির জেরেই ২০১০ সালে মন্ত্রিত্ব খোয়াতে হয় তারুরকে। বিদেশ মন্ত্রকের তদানীন্তন প্রতিমন্ত্রী তারুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, আইপিএলে কোচি দল কেনার ক্ষেত্রে মন্ত্রী হিসেবে প্রভাব খাটিয়েছেন তিনি।

দিল্লির পুলিশ কমিশনার বি এস বাস্সি আজ বলেছেন, তদন্তের খাতিরে এর পরে সুনন্দার ছেলে শিব মেননকেও ডাকা হবে। শশী তারুরকেও আবার ডাকা হবে কি না, সে ব্যাপারে প্রশ্ন করা হলে বাস্সি বলেন, “আগের দিন তারুরকে কেবল সাড়ে তিন ঘণ্টা ধরে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু এই মামলার অসংখ্য দিক রয়েছে। তাই অত কম সময়ের মধ্যে ওঁর কাছে আমরা সব কিছু জানতে পারিনি। তাই সিট খুব শীঘ্রই ফের তারুরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার কথা ভাবছে।”

তবে সুনন্দা-মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে যে ভাবে আলোচনা চলছে, তা নিয়ে যথেষ্ট বিরক্ত সুনন্দার স্বামী ও প্রাক্তন মন্ত্রী শশী তারুর। কংগ্রেসের এই সাংসদ বলছেন, সুনন্দা-হত্যায় তাঁর নাম জড়িয়ে দলের একাংশ চাইছে তিনি পদত্যাগ করুন। শশীর মতে, “আইন আছে। আমি আইনকে সম্মান করি। কিন্তু সংবাদমাধ্যমের একাংশ যে রকম ভাবে এক জন সাংসদের পিছনে ষড়যন্ত্রের দায় চাপাচ্ছে, তা কোনও আইনেই লেখা নেই।” কংগ্রেসের কেউ কেউ তাঁর পদত্যাগ নিয়ে সওয়াল করায় শশীর প্রতিক্রিয়া, “কীসের ভিত্তিতে তাঁরা আমার পদত্যাগ দাবি করছেন, সেটা আগে হাইকম্যান্ডকে ব্যাখ্যা করুন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sunanda puskar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE