Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

গত দশ বছরে অর্থাৎ ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত দিল্লি পুলিশের বিরুদ্ধেই প্রায় ৬২টা যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছে। তথ্য জানার আইনে এক ব্যক্তি জানতে চেয়েছিলেন, দিল্লি পুলিশের নামে কতগুলি যৌন হেনস্থার অভিযোগ আছে? তার জবাবে এই তথ্য দিয়েছে দিল্লি পুলিশ। এই ৬২টি অভিযোগের মধ্যে ২০০৯ সালে একটি অভিযোগ হয়েছে তৎকালীন এসিপি-র নামেও। যিনি ২০১৩-র শুরুতেই অবসর নিয়েছেন। ওই ৬২টি অভিযোগের মধ্যে কিছু অভিযোগ এমনও আছে যেখানে অভিযোগকারী নিজেই পুলিশ।

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৪ ০৩:০৫
Share: Save:

হেনস্থায় অভিযুক্ত পুলিশই
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

গত দশ বছরে অর্থাৎ ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত দিল্লি পুলিশের বিরুদ্ধেই প্রায় ৬২টা যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছে। তথ্য জানার আইনে এক ব্যক্তি জানতে চেয়েছিলেন, দিল্লি পুলিশের নামে কতগুলি যৌন হেনস্থার অভিযোগ আছে? তার জবাবে এই তথ্য দিয়েছে দিল্লি পুলিশ। এই ৬২টি অভিযোগের মধ্যে ২০০৯ সালে একটি অভিযোগ হয়েছে তৎকালীন এসিপি-র নামেও। যিনি ২০১৩-র শুরুতেই অবসর নিয়েছেন। ওই ৬২টি অভিযোগের মধ্যে কিছু অভিযোগ এমনও আছে যেখানে অভিযোগকারী নিজেই পুলিশ।

বুথে বিশ্বজিৎ, অমিতাভ
সংবাদ সংস্থা • মুম্বই

পশ্চিম মুম্বইয়ের যমুনাবাগ স্কুলে ভোট দিতে গিয়ে হঠাৎ দেখা দু’জনের। নয়াদিল্লির তৃণমূল প্রার্থী তথা বলিউডের প্রবীণ নায়ক বিশ্বজিৎ এবং বিগ বি-র। দু’জনের বন্ধুত্ব দীর্ঘদিনের। বয়েসের কারণে দেখা কম হয় আজকাল। বিশ্বজিৎ জানাচ্ছেন, “তবে আমার বাড়ির দুর্গাপূজোর সময় অমিতাভ প্রত্যেকবারই আসে।” একা বিগ বি-ই নন, বৃহস্পতিবার ভোট দিতে এসেছিল তাঁর গোটা পরিবারই। বিশ্বজিতের সঙ্গে ছিলেন মেয়ে প্রাইমা। জয়া বচ্চন বরাবরই ‘কাকু’ বলে সম্বোধন করেন বিশ্বজিৎকে। আজও দেখা হতেই পা ছুঁয়ে প্রণাম করেছেন।

লোকপাল নিয়ে সিদ্ধান্ত স্থগিত

লোকপাল নিয়োগ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র। ফলে, নিয়োগের বিষয়টি ভোটের পরে নয়া সরকারই স্থির করবে বলে মনে করা হচ্ছে। ইউপিএ সরকার শেষ বেলায় লোকপাল নিয়োগে উদ্যোগী হওয়া হলেও নিয়োগ কমিটির সদস্য হতে রাজি হননি আইনজীবী ফলি নরিম্যানের মতো ব্যক্তিত্বরা। ফলে ক্রমশই বিশ বাঁও জলে চলে যায় নিয়োগ প্রক্রিয়া। সরকার এক তরফা ভাবে লোকপাল নিয়োগ করছে বলে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার।

ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE