Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দায়ী কুঁড়ে মায়েরা: বিজেপি নেত্রী

ম্যাগি বিক্রির বাড়বাড়ন্তের জন্য দায়ী নতুন যুগের মায়েরা— তেমন মন্তব্যই করেছেন বিজেপির এক মহিলা বিধায়ক। মাত্রাতিরিক্ত সিসা এবং আজিনামোতো থাকায় নেসলে-র চটজলদি নুডল্স ম্যাগি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন তা নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিজেপির বিধায়ক ঊষা ঠাকুর। ইনদওরের এই বিধায়কের বক্তব্য, ‘‘আমি জানি না মায়েরা আজকাল এত কুঁড়ে হয়ে গিয়েছেন কেন! ওঁরা তাই চটজলদি নুডলসের কথা ভাবেন। আমাদের প্রজন্মের মায়েরা বাড়িতে তৈরি খাবার যেমন পরোটা, হালুয়া ইত্যাদি খাওয়াতেন বাচ্চাদের।’’

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০৪:২৩
Share: Save:

ম্যাগি বিক্রির বাড়বাড়ন্তের জন্য দায়ী নতুন যুগের মায়েরা— তেমন মন্তব্যই করেছেন বিজেপির এক মহিলা বিধায়ক। মাত্রাতিরিক্ত সিসা এবং আজিনামোতো থাকায় নেসলে-র চটজলদি নুডল্স ম্যাগি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন তা নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিজেপির বিধায়ক ঊষা ঠাকুর। ইনদওরের এই বিধায়কের বক্তব্য, ‘‘আমি জানি না মায়েরা আজকাল এত কুঁড়ে হয়ে গিয়েছেন কেন! ওঁরা তাই চটজলদি নুডলসের কথা ভাবেন। আমাদের প্রজন্মের মায়েরা বাড়িতে তৈরি খাবার যেমন পরোটা, হালুয়া ইত্যাদি খাওয়াতেন বাচ্চাদের।’’ ম্যাগির মতো চটজলদি নুডল্স বয়কটের ডাক দিয়েছেন তিনি। ঊষার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেত্রী অর্চনা জায়সবাল বলেন, ‘‘ভারতীয় মা-দের অলস আখ্যা দিয়ে বিজেপি বিধায়ক আসলে তাঁদের অসম্মান করেছেন। তার জন্য ওঁর ক্ষমা চাওয়া উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP maggi usha thakur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE