Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ধৃত লুঠেরা, উদ্ধার ১২৮ কেজি সোনা

পটনার রুকুসপুর এলাকায় স্ত্রীকে নিয়ে নকল পরিচয়পত্র তৈরি করিয়ে বাস করছিল সুবোধ। গ্রেফতারের সময়ে তার কাছ থেকে ১২৫ কেজি সোনা, দু’লক্ষ টাকা এবং তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এসটিএফ।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ০৩:৪২
Share: Save:

পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ও আসানসোলের একটি স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতিতে অভিযুক্তকে দলবল-সহ গ্রেফতার করল বিহার পুলিশ। গত কাল রাতে পটনার রুকুসপুর থানার জয়পাল সিংহ যাদব নগর থেকে বিহার এসটিএফ আন্তঃরাজ্য দলটির পাণ্ডাকে গ্রেফতার করে। ধৃতের নাম সুবোধ সিংহ। পটনার রুকুসপুর এলাকায় স্ত্রীকে নিয়ে নকল পরিচয়পত্র তৈরি করিয়ে বাস করছিল সুবোধ। গ্রেফতারের সময়ে তার কাছ থেকে ১২৫ কেজি সোনা, দু’লক্ষ টাকা এবং তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এসটিএফ। একটি দামি গাড়ি এবং মোটর বাইকও উদ্ধার করা হয়েছে।

শুধু ব্যারাকপুর এবং আসানসোল নয়, চেন্নাই, জয়পুর, নাগপুর, ছত্তীসগঢ়, ওড়িশা-সহ বেশ কয়েকটি রাজ্যে সোনা ডাকাতিতে অভিযুক্ত সুবোধ। ব্যারাকপুরে ২৮ কেজি এবং আসানসোল থেকে ২৬ কেজি সোনা লুঠ করেছিল সুবোধের দলবল। রাজ্য এসটিএফের আইজি (অপারেশন) কুন্দন কৃষ্ণন বলেন, “নালন্দার বাসিন্দা সুবোধের গ্রেফতারির খবর পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং মহারাষ্ট্র পুলিশকে দেওয়া হয়েছে।” রাজস্থান পুলিশের একটি দল পটনাতে পৌঁছেছে। গত কয়েক মাস ধরেই সুবোধকে ওই তিন রাজ্যের পুলিশ খুঁজছিল।

গত কাল সন্ধ্যায় আগাম খবরের ভিত্তিতে এসটিএফ জওয়ানরা সুবোধের ডেরার কাছে যায়। সেই সময়ে সে কোথাও যাচ্ছিল। পুলিশ জওয়ানেরা তাকে থামতে বললেও সে দাঁড়ায়নি। এমনকী এসটিএফকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলেও অভিযোগ। এরপরে জওয়ানেরা চারিদিক থেকে তার গাড়ি ঘিরে ফেলে। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পটনার রামনগরী এলাকা থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়। তবে বিহারে সুবোধের নামে কোনও অভিযোগ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold Gold Smuggling Seized Miscreants Arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE