Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, মৃত ৮ পড়ুয়া

প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুল ভ্যানের ধাক্কায় মৃত্যু হল আট পড়ুয়ার। আহত হয়েছে ৭-৮ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দুমড়ে মুচড়ে যাওয়া সেই স্কুল ভ্যান।

দুমড়ে মুচড়ে যাওয়া সেই স্কুল ভ্যান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ১১:২০
Share: Save:

প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুল ভ্যানের ধাক্কায় মৃত্যু হল আট পড়ুয়ার। আহত হয়েছে ৭-৮ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার সাত সকালে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ভাদোহিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন সকালে১৯ জন পড়ুয়াকে নিয়ে মাধো সিংহ রেল স্টেশনের কাছে প্রহরীবিহীন লেভেল ক্রসিং পার হচ্ছিল একটি স্কুল ভ্যান। সেই সময় দ্রুতবেগে ধেয়ে আসছিল মানাদুয়াদি-ইলাহাবাদ প্যাসেঞ্জার ট্রেন। ভ্যানের চালক সেটা খেয়াল করেননি। ট্রেনটি সজোরে ধাক্কা মেরে গাড়িটিকে কয়েকশো মিটার দূরে নিয়ে গিয়ে ফেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট স্কুলপড়ুয়ার। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। তাঁরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকট একটা আওয়াজ শুনে ছুটে এসে দেখেন স্কুলপড়ুয়া-সহ একটি ভ্যানকে দুমড়েমুচড়ে দিয়েছে প্যাসেঞ্জার ট্রেন।

আরও খবর...

ট্রেনে শ্লীলতাহানি, বিহার বিজেপির নেতা সাসপেন্ড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Bhadohi Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE