Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Tunnel

ভারত-পাক সীমান্তের বেড়া বরাবর ২০ মিটার সুড়ঙ্গ মিলল!

ভারত-পাক সীমান্তে প্রায় ২০ মিটারের এক সুড়ঙ্গ আবিষ্কার করল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ দেশে জঙ্গি অনুপ্রবেশের জন্যই ওই সুড়ঙ্গ খোড়া হয়েছিল বলে দাবি তাদের। চওড়ায় এবং গভীরতায় প্রায় আড়াই ফুটের ওই দীর্ঘ সুড়ঙ্গটি জম্মু-কাশ্মীরের সাম্ভা এলাকার রামগড় সেক্টরে তল্লাশি অভিযানের সময় মিলেছে।

এই সেই সুড়ঙ্গ। ছবি: সংগৃহীত।

এই সেই সুড়ঙ্গ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:১১
Share: Save:

ভারত-পাক সীমান্তে প্রায় ২০ মিটারের এক সুড়ঙ্গ আবিষ্কার করল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ দেশে জঙ্গি অনুপ্রবেশের জন্যই ওই সুড়ঙ্গ খোড়া হয়েছিল বলে দাবি তাদের। চওড়ায় এবং গভীরতায় প্রায় আড়াই ফুটের ওই দীর্ঘ সুড়ঙ্গটি জম্মু-কাশ্মীরের সাম্ভা এলাকার রামগড় সেক্টরে তল্লাশি অভিযানের সময় মিলেছে।

বিএসএফ-এর এক আধিকারিক ধর্মেন্দ্র পারিক জানিয়েছেন, ওই সুড়ঙ্গটির কাজ প্রায় শেষের দিকে ছিল। আর কিছুটা এগোলেই তা সীমান্তের বেড়া ছুঁয়ে ফেলত। তাঁর দাবি, সীমান্তের বেড়ার ঠিক নীচ দিয়েই ওই সুড়ঙ্গটি খোড়া হয়েছিল।

আরও পড়ুন:
প্রেমিকাকে ২ হাজার টাকার নোটে সাজানো গাড়ি উপহার দিতে গিয়ে গ্রেফতার

সীমান্তরেখা বরাবর প্রায় ২০০ কিলোমিটার এলাকা জুড়ে বিএসএফ রুটিন তল্লাশি চালাচ্ছিল। সেই সময়েই তাদের নজরে আসে সুড়ঙ্গটি। তবে আবিষ্কারের পরে ওই সুড়ঙ্গ দিয়ে আর কোনও অনুপ্রবেশের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওই আধিকারিক। এর পরেই পাকিস্তান রেঞ্জারের সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছে বিএসএফ। সেখানেই তাদের এই সুড়ঙ্গের কথা জানানো হবে।


তখনও সম্পূর্ণ হয়নি কাজ।—সংগৃহীত ছবি।

গত বছর বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্ত পেরিয়ে তিন জঙ্গি এ ভাবেই সুড়ঙ্গ পথে বারতে ঢুকে পড়েছিল। সে বারও এই সাম্বা সেক্টর দিয়ে ঢুকেছিল তারা। ২০১২তে এই সাম্বাতেই একটি ৪০০ মিটার লম্বা সুড়ঙ্গের সন্ধান পেয়েছিল বিএসএফ। সেখানে হাওয়া চলাচলের জন্য পাইপ ব্যবহার করা হয়েছিল। ২০০৯-এ আখনোর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি সুড়ঙ্গের সন্ধান মেলে। অতীতে বহু বার এই অনুপ্রবেশের জন্য জঙ্গিরা সুড়ঙ্গ পথই ব্যবহার করে এসেছে। নতুন করে সীমান্ত এলাকায় সুড়ঙ্গ খুঁজে পাওয়ায় চাই চিন্তায় সীমান্তরক্ষী বাহিনী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jammu and Kashmir Tunnel BSF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE