Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Mumbai

মধ্য রাতে মুম্বইতে সাংবাদিক তরুণীকে ধাওয়া করল বাইক

গত বুধবার রাতে আন্ধেরি থেকে বাড়ি ফিরছিলেন বছর পঁচিশের ওই তরুণী আসিরা তারান্নাম। আন্ধেরি চিত্রকূট গ্রাউন্ড থেকে তিনি একটি অটোরিকশা নেন। তাঁর বক্তব্য, কিছু ক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন, একটি বাইক তাঁর অটোর পিছু নিয়েছে। বাইকে ছিল দু’জন যুবক।

মোবাইলে এই দুই যুবকেরই ছবি তুলেছিলেন তরুণী। ছবি: তরুণীর টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

মোবাইলে এই দুই যুবকেরই ছবি তুলেছিলেন তরুণী। ছবি: তরুণীর টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ২১:৫৩
Share: Save:

দিনে দিনে দেশ জুড়ে বাড়ছে মহিলাদের পিছু নেওয়ার ঘটনা। তা সে চণ্ডীগড়ের বর্ণিকা কুণ্ডুই হোক বা গুরুগ্রামের অফিস-ফেরত যুবতী! মাঝ রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় আবারও এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হল মুম্বইয়ের এক সাংবাদিক তরুণীকে। পুলিশে অভিযোগ দায়ের করলেও এখনও কাউকে ধরা যায়নি বলে জানিয়েছেন ওই তরুণী।

আরও পড়ুন: ‘ছেলেগুলোকে মারো, মেয়েটাকে রেখে দাও’

গত বুধবার রাতে আন্ধেরি থেকে বাড়ি ফিরছিলেন বছর পঁচিশের ওই তরুণী আসিরা তারান্নাম। আন্ধেরি চিত্রকূট গ্রাউন্ড থেকে তিনি একটি অটোরিকশা নেন। তাঁর বক্তব্য, কিছু ক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন, একটি বাইক তাঁর অটোর পিছু নিয়েছে। বাইকে ছিল দু’জন যুবক।

টানা তিন কিলোমিটার ধরে তাঁকে ধাওয়া করা হয়েছে বলে দাবি আসিরার। সেই সঙ্গে চলছিল নানা কটূক্তি। এমনকী, বাইক থেকেই তাঁকে পুলিশে খবর না দেওয়ার জন্য হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছেন ওই তরুণী। তাঁর কথায়, ‘‘বাইকটি নানা ভাবে অটোটিকে থামানোর চেষ্টা করছিল। শেষে ওই দুই যুবকের ছবি তুলে আমি ১০০ ডায়াল করি এবং তৎক্ষণাৎ জবাব পাই।’’

আরও পড়ুন: দিল্লির রাস্তায় ১২ ঘণ্টা পড়ে, কেউ এড়িয়ে গেল, কেউ পকেট মারল

পুলিশের নির্দেশ মতোই নিকটবর্তী থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন আসিরা। সোশ্যাল মিডিয়াতেও ওই বাইক আরোহীদের ছবি পোস্ট করেছেন বলে জানিয়েছেন আসিরা। অজ্ঞাতপরিচয় ওই যুবকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE