Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ইসলাম ধর্ম নিতে বাধ্য করেন স্বামী, অভিযোগ বলিউডি মডেলের

খোদ মুম্বইয়ের বুকে ‘লাভ জেহাদ’-এর এই ঘটনা প্রকাশ্যে আসায় আলোড়ন উঠেছে। ভাইরাল হয়েছে একটি ভিডিও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ০২:৪৮
Share: Save:

মুসলিম স্বামীর বিরুদ্ধে মারধর ও ইসলাম ধর্ম গ্রহণের জন্য জোরাজুরি করার অভিযোগ আনলেন মুম্বইয়ের এক প্রাক্তন মডেল। রশ্মি শাহবাজকের নামের ওই মহিলা বান্দ্রা অঞ্চলের বাসিন্দা। জানিয়েছেন, তিনি জন্মসূত্রে হিন্দু। ১২ বছর আগে আসিফের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁর অভিযোগ, আসিফের ধর্ম নিতে অস্বীকার করায় তাঁকে ক্রমাগত হেনস্থা করে চলেছেন তাঁর স্বামী। রশ্মি বাড়িতে সংবাদমাধ্যম ডেকে আগেও একই অভিযোগ করেছিলেন। তিনি বলেন, ইসলাম ধর্ম না মানলে আসিফ তাঁকে স্ত্রীর মর্যাদা দেবেন না বলে হুমকি দিয়েছেন।

খোদ মুম্বইয়ের বুকে ‘লাভ জেহাদ’-এর এই ঘটনা প্রকাশ্যে আসায় আলোড়ন উঠেছে। ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, রশ্মি কাঁদতে কাঁদতে জানাচ্ছেন, তাঁকে ধর্মান্তরিত করানোর জন্য আসিফ কী ভাবে তাঁর ওপর অত্যাচার চালান। রশ্মি জানিয়েছেন, সম্প্রতি তাঁর স্বামী আর একটি হিন্দু মেয়েকে বিয়ে করেছেন। মেয়েটি স্বামীর অর্ধেক বয়সি। এই নতুন স্ত্রীর সঙ্গে মিলে তাঁকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছেন আসিফ। ভয়ে কাঁটা হয়ে রয়েছেন রশ্মি। জানিয়েছেন, আসিফ তাঁর থেকে টাকা চেয়ে খুব চাপ দিচ্ছেন। এমনকী দু’বার বিষ দিয়ে তাঁকে খুনেরও চেষ্টা করেছেন। তাঁর আরও অভিযোগ, তাঁদের শিশুর মগজধোলাই করেছেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বাকিরা। বাচ্চাটিকে বুঝিয়েছেন, ‘‘তোমার মা মুসলিম নন, তাই তিনি শয়তান।’’

মুম্বই পুলিশ রশ্মির স্বামী আসিফ ও তাঁর এক বন্ধু মুনিরের নামে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩২৩, ৫০৪ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও শুরু হয়েছে। সংবাদমাধ্যমের সামনে রশ্মি দাবি করেছেন, তাঁর অভিযোগের সপক্ষে প্রমাণও আছে। তাঁকে ধর্মান্তরিত করার জন্য যে সব মেসেজ আসিফ পাঠিয়েছিলেন, তিনি সেগুলি রেখে দিয়েছেন। রশ্মির অভিযোগ, আসিফ এ বার নতুন স্ত্রীকেও ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Love Jihad Mumbai Model লাভ জিহাদ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE