Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

২১ বছরের তরুণীকে ধর্ষণ স্বঘোষিত ‘ধর্মগুরু’র

পুলিশ জানিয়েছে, ওই তরুণী ছত্তিশগঢ়ের বিলাসপুরের বাসিন্দা। তিনি আইনের ছাত্রী। গত ৭ অগস্ট তিনি রাজস্থানের আলওয়াড়ে ওই ধর্মগুরু কৌশলেন্দ্র প্রপনাচার্য ফলহারি মহারাজের আশ্রমে গিয়েছিলেন কিছু অনুদান দিতে।অভিযোগ, সেখানেই ওই তরুণীর উপর যৌন নির্যাতন চালান তিনি।

স্বঘোষিত ‘ধর্মগুরু’ কৌশলেন্দ্র প্রপনাচার্য ফলহারি মহারাজ। ছবি: ফেসবুকের সৌজন্যে।

স্বঘোষিত ‘ধর্মগুরু’ কৌশলেন্দ্র প্রপনাচার্য ফলহারি মহারাজ। ছবি: ফেসবুকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫১
Share: Save:

ফের এক জন স্বঘোষিত ‘ধর্মগুরু’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে গত মাসে রাজস্থানের আলওয়াড়ে। ওই তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গতকাল, বুধবার ওই ‘ধর্মগুরু’কে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: স্কুলেই গণধর্ষণ, গর্ভপাতের সময় ব্রেন ‘ড্যামেজ’ কিশোরী ছাত্রীর

পুলিশ জানিয়েছে, ওই তরুণী ছত্তিশগঢ়ের বিলাসপুরের বাসিন্দা। তিনি আইনের ছাত্রী। গত ৭ অগস্ট তিনি রাজস্থানের আলওয়াড়ে ওই ধর্মগুরু কৌশলেন্দ্র প্রপনাচার্য ফলহারি মহারাজের আশ্রমে গিয়েছিলেন কিছু অনুদান দিতে।অভিযোগ, সেখানেই ওই তরুণীর উপর যৌন নির্যাতন চালান তিনি।

আরও পড়ুন: ধূমপানে বারণ করায় যুবককে পিষে মারল আইনজীবী

আরাবলি থানার এক পুলিশ আধিকারিক হেমরাজ মীনা জানিয়েছেন, বিলাসপুর পুলিশ তাঁদের কাছে অভিযোগটি পাঠিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই শারীরিক নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত করতে আশ্রমেও গিয়েছিল পুলিশ। কিন্তু তখন ওই ‘গুরু’ আলওয়ারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের থেকে অনুমতি পেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মীনা।
বিলাসপুরের ডিএসপি অর্চনা ঝা জানিয়েছেন, ওই তরুণীর বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন অভিযুক্ত স্বঘোষিত ‘ধর্মগুরু’। তরুণীর পরিবার ছিল কৌশলেন্দ্রর ভক্ত। তাঁরাই ওই তরুণীকে ‘ধর্মগুরু’র কাছে পাঠান। ওই তরণীর কথায়, শারীরিক নির্যাতনের পর তাঁকে প্রাণের হুমকিও দেওয়া হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE