Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

সঙ্ঘাতের পথেই আপ, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা

দিল্লির শাসক দলের ২০ জন বিধায়ককে বরখাস্ত করার সুপারিশ আগেই করেছিল নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রবিবার সেই সুপারিশে অনুমোদন দিয়েছেন।

দিল্লির ২০ বিধায়ককে রাষ্ট্রপতি বরখাস্ত করতেই আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব তীব্র প্রতিবাদে সরব হলেন। —ফাইল চিত্র / পিটিআই।

দিল্লির ২০ বিধায়ককে রাষ্ট্রপতি বরখাস্ত করতেই আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব তীব্র প্রতিবাদে সরব হলেন। —ফাইল চিত্র / পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৯:৩৮
Share: Save:

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে আম আদমি পার্টি (আপ)। চ্যালেঞ্জ জানাতে পারে রাষ্ট্রপতির সিদ্ধান্তকেও। দলের তরফ থেকে রবিবার এমনই ইঙ্গিত দেওয়া হল।

দিল্লির শাসক দলের ২০ জন বিধায়ককে বরখাস্ত করার সুপারিশ আগেই করেছিল নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রবিবার সেই সুপারিশে অনুমোদন দিয়েছেন। ‘‘রাষ্ট্রপতি যে রকম তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেন, তা দুর্ভাগ্যজনক,’’ মন্তব্য বরখাস্ত হওয়া বিধায়কদের অন্যতম তথা দাপুটে আপ নেত্রী অলকা লাম্বার।

কেজরীবাল সরকারের মন্ত্রী তথা গুরুত্বপূর্ণ আপ নেতা গোপাল রাই এ দিন বলেছেন, ‘‘আমরা ভেবেছিলাম রাষ্ট্রপতির কাছে যাব এবং অনুরোধ করব যে, আমাদের বক্তব্যও শোনা হোক। এখন এই খবর (২০ বিধায়ক বরখাস্ত হওয়ার খবর) পাচ্ছি। প্রয়োজন হলে আপ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দরজা পর্যন্ত যাবে।’’

আরও পড়ুন: ২০ আপ বিধায়ককে বরখাস্ত করলেন রাষ্ট্রপতি

অলকা লাম্বা বলেছেন, ‘‘আমাদের কথা বলার সুযোগ না দিয়েই রাষ্ট্রপতি যে ভাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেন, তা দুর্ভাগ্যজনক। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকারই এটা করল। বিচার বিভাগের উপরে আমাদের বিশ্বাস রয়েছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দরজা আমাদের জন্য খোলা।’’

আপের শীর্ষনেতারা তীব্র বিরোধিতা করতে শুরু করেছেন বিধায়কদের বরখাস্ত করার সিদ্ধান্তের। আইনি লড়াইয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়ে দিয়েছেন। ছবি: পিটিআই।

লাভজনক পদ সংক্রান্ত অভিযোগে আপের ২০ বিধায়ককে বরখাস্ত করার কথা সুপারিশ করেছিল নির্বাচন কমিশন। সেই সুপারিশেই রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সরাসরি মুখ খোলেননি বিষয়টি নিয়ে। কিন্তু তাঁর একটি বার্তা এ দিন আপের টুইটার হ্যান্ডলে প্রকাশ করা হয়। সেখানে কেজরীবাল লিখেছেন, ‘‘ওঁরা সত্যিই আমাদের পীড়ন করেছেন, আমাদের বিধায়কদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়েছেন, আমার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করিয়েছেন, কিন্তু কিছুই করতে পারেননি। শেষে আমাদের ২০ জন বিধায়ককে বরখাস্ত করে দেওয়া হল।’’

আরও পড়ুন: ভাইরাল ভিডিও: মেয়র বলছেন ‘অপব্যাখ্যা’, দল বলছে ভুয়ো ফুটেজ

আপের আর এক শীর্ষনেতা আশুতোষও মুখ খুলেছেন। বিধায়কদের বরখাস্ত করার এই সিদ্ধান্তকে তিনি ‘অসাংবিধানিক’ এবং ‘গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক’ আখ্যা দিয়েছেন। তিনি টুইটারে আরও লিখেছেন, ‘‘আপ বিধায়কদের বরখাস্ত করার সুপারিশে স্বাক্ষর করে ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে ইতিহাসে তিনি নিজের স্থান উঁচুতে তুললেন কি না, তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজেই ভেবে দেখুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE