Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

মারা গেলেন স্ট্যাম্প কেলেঙ্কারির মূল পাণ্ডা তেলগি

গত ২০০১-এ অজমেঢ় থেকে গ্রেফতার করা হয় আব্দুল করিম তেলগিকে। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার জাল স্টাম্প পেপার ছাপিয়ে ব্যাঙ্ক-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন তিনি। এ কাজে এজেন্ট হিসেবে বহু কর্মীও নিয়োগ করেছিলেন

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ১৯:৫০
Share: Save:

মারা গেলেন বহু কোটি টাকার জাল স্ট্যাম্প পেপার কেলেঙ্কারির মূল পাণ্ডা আব্দুল করিম তেলগি। বয়স হয়েছিল ৫৬ বছর। এ দিন বিকেল ৪টে নাগাদ বেঙ্গালুরুর একটি হাসপাতালে মারা যান তিনি।

পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু জেলে ৩০ বছরের সাজা কাটাচ্ছিলেন তিনি। এমনিতেই এডস-এ আক্রান্ত। তার সঙ্গে রয়েছে রক্তচাপজনিত সমস্যা এবং ডায়াবেটিসও। এর মধ্যেই দিন কয়েক আগে মেনিনজাইটিস-এ আক্রান্ত হওয়ায় বেঙ্গালুরুর এক সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তেলগিকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কয়েক দিন ধরেই তেলগিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছিল। এর পর তাঁর একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে।

আরও পড়ুন

বিস্ফোরক রিচা, বলিউডেও হয় যৌন হেনস্থা

আগরায় সুইস পর্যটক জুটির উপর নৃশংস হামলা, রিপোর্ট চাইলেন সুষমা

গত ২০০১-এ অজমেঢ় থেকে গ্রেফতার করা হয় আব্দুল করিম তেলগিকে। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার জাল স্ট্যাম্প পেপার ছাপিয়ে ব্যাঙ্ক-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন তিনি। এ কাজে এজেন্ট হিসেবে বহু কর্মীও নিয়োগ করেছিলেন। তাঁর গ্রেফতারির বছরখানেকের মধ্যেই তেলগির ওই চক্র ফাঁস করে বিশেষ তদন্তকারী সংস্থা। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তেলগির ২০২ কোটি টাকার জরিমানা-সহ ৩০ বছরের সশ্রম কারাদণ্ড হয়। বেঙ্গালুরুর পরপ্পনা অগ্রহরা সেন্ট্রাল জেলে সেই সাজাই কাটাচ্ছিলেন তেলগি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE