Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Advantage Assam

অ্যাডভান্টেজ অসম: প্রথম দিনেই ৬৫ হাজার কোটির বিনিয়োগ চুক্তি

এ দিন ‘অ্যাডভান্টেজ অসম’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন মুকেশ অম্বানী, বালা আচার্য, অজয় সিংহ, সঞ্জীব পুরি, সুশীল গোয়েঙ্কা, হর্ষবর্ধন নেওটিয়া, ক্যাপ্টেন গোপীনাথ, আদিত্য খৈতানের মতো বাণিজ্য-সংস্থার মাথারা।

‘অ্যাডভান্টেজ অসম’-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার।—নিজস্ব চিত্র।

‘অ্যাডভান্টেজ অসম’-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২২
Share: Save:

প্রায় ৬৫ হাজার কোটি টাকার ১৭৬টি বিনিয়োগ চুক্তি। মুকেশ অম্বানীর পাঁচ দফা ঘোষণা। সর্বাধুনিক ফুটবল অ্যাকাডেমি। সি-প্লেন ও আসিয়ান দেশগুলির সঙ্গে সরাসরি উড়ানের ভরসা। বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য-পরিষেবা সংস্থার হাসপাতাল। পর্যটন বিকাশে প্রায় ১২০০ কোটির চুক্তি— সব মিলিয়ে ৩২ কোটি খরচ করে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য সমাবেশ থেকে প্রথম দিনেই ৬৫ হাজার কোটির বিনিয়োগ জোগাড় করে ঝুলি ভরে নিল অসম।

এ দিন ‘অ্যাডভান্টেজ অসম’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন মুকেশ অম্বানী, বালা আচার্য, অজয় সিংহ, সঞ্জীব পুরি, সুশীল গোয়েঙ্কা, হর্ষবর্ধন নেওটিয়া, ক্যাপ্টেন গোপীনাথ, আদিত্য খৈতানের মতো বাণিজ্য-সংস্থার মাথারা। ছিলেন পরিচালক সুভাষ ঘাই এবং তিন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু, রবিশঙ্কর প্রসাদ, রাজেন গোঁহাই।

বিশ্বের অন্যতম সর্ববৃহৎ চা কোম্পানি ম্যাকলয়েড রাসেলের এমডি আদিত্য খৈতান আগামী পাঁচ বছরে রাজ্যে পাঁচশো কোটি বিনিয়োগের আশ্বাস দেন। সেঞ্চুরি প্লাই ও স্টার সিমেন্টের এমডি সজ্জন ভজনকা বলেন— তাঁর যাত্রা শুরু অসম থেকেই এবং গত ১৭ বছরে এখানে কোনও জঙ্গি উপদ্রব, ইউনিয়নের সমস্যায় পড়েননি তাঁরা। সিমেন্ট, বাঁশ, প্লাই ও বিদ্যুৎক্ষেত্রে ৬ হাজার কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি।

স্পাইসজেটের এমডি অজয় সিংহ জানান, শীঘ্রই লখিমপুর ও যোরহাট বিমানবন্দরে উড়ান শুরু হবে। গুয়াহাটি থেকে আসিয়ান দেশগুলিকে বিমান নেটওয়ার্কে বাঁধা তাদের উদ্দেশ্য। ব্রহ্মপুত্রকে সি-প্লেনের সবচেয়ে বড় ক্ষেত্র করতে চান সিংহ।

পতঞ্জলি ইতিমধ্যে রাজ্যে প্রায় আড়াই হাজার কোটি বিনিয়োগ করছে। আচার্য বালা কৃষ্ণ জানান— খাদ্য প্রক্রিয়াকরণ, বীজ ব্যাঙ্ক, কৃষক প্রশিক্ষণ-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাত্রা ক্রমেই বাড়বে।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ বলেন— চা, হোটেল মিলিয়ে অসমের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক। হোটেল, শিক্ষাক্ষেত্র, ১৮টি জেলায় ক্যানসার কেয়ার ইউনিট গড়ে আগামী কয়েক বছরে ২০ লক্ষ ডলার বিনিয়োগে রাজ্যের ২ কোটি মানুষকে উপকৃত করতে চায় টাটা।

মুকেশ অম্বানী অসমিয়ায় ভাষণ শুরু করে বলেন, “এ বারের বাজেট সাম্প্রতিক কালের মধ্যে সেরা। মুখ্যমন্ত্রী মোদীর নেতৃত্বে ভাইব্রান্ট গুজরাত শুরু হয়েছিল। সবরমতি থেকে তা আজ প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে ব্রহ্মপুত্রের পারে পৌঁছেছে।” তিনি জানান, গত দুই বছরে জিও রাজ্যে পাঁচ হাজার কোটি বিনিয়োগ করেছে। গ্রাহক সংখ্যা ত্রিশ লক্ষ। ডেটা ব্যবহারেও অসম দেশের মধ্যে পয়লা। আগামী দেড় বছরে জিও গ্রাহক সংখ্যা দেড় কোটি করবে। বিনিয়োগ করবে আড়াই হাজার কোটি টাকা। পেট্রল পাম্প ২৭ থেকে বেড়ে ১৬৫ হবে। ১৫৫টি তেহশিল অফিস হবে। অম্বানী আরও ঘোষণা করেন রাজ্য তথা উত্তর-পূর্বের ফুটবল প্রতিভা বিকাশে অসমে সর্বাধুনিক পরিকাঠামোর ফুটবল অ্যাকাডেমি তৈরি করবেন। গৌহাটি বিশ্ববিদ্যালয়ে বন্যপ্রাণ সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম সেন্টার খুলবে।

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বাঁশ ও কৃষিজ দ্রব্যে বিনিয়োগে জোর দেন। সব আসিয়ান দেশকে গুয়াহাটিতে কনসুলেট খোলার আহ্বান জানান তিনি।

ভুটানের প্রধানমন্ত্রী সেরিং টোবগে বলেন, “ভারত-ভুটান সম্পর্ক শুরুই হয় অসম থেকে। তাই অসমের বিকাশ হলে ভুটানও উন্নততর হবে।”

আরও পড়ুন: স্বাস্থ্য: কবে দায়বদ্ধ হবে সরকার?

নরেন্দ্র মোদীর ভাষণ ছিল পুরোটাই বাজেট কেন্দ্রিক। তিনি জানান, দেশের মধ্যে ‘ইজ অফ ডুয়িং বিজনেস’-এ অসম শীর্ষে রয়েছে। ‘অ্যাক্ট ইস্ট’ নীতির প্রাণকেন্দ্র অসম। ভূপেন হাজরিকার লেখা কবিতা উদ্ধৃত করে তিনি বলেন, “হৃত গৌরব ফেরানোর এটাই আদর্শ সময়। পরিবহণই পরিবর্তন আনবে।” জানান, উত্তর-পূর্বে ৪৭ হাজার কোটি ব্যয়ে ১৫টি নতুন রেলপথ, ৩৩ হাজার কোটি ব্যয়ে চার হাজার কিলোমিটার জাতীয় সড়ক গড়া হবে। ২০১৯ সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় সব গ্রাম, গ্রামের স্কুল, বাজার, হাসপাতালকে জোড়া হবে। আগরতলা-আখাউড়া রেলপথ খুললে অসমেরও লাভ। উড়ান প্রকল্পে উত্তর-পূর্বে ১৯টি বিমানবন্দর ও হেলিপ্যাড হবে, যার পাঁচটিই অসমে। ১,১০০ কোটি টাকায় গড়া হবে এইমস। উত্তর পূর্বে পরিকাঠামো বিকাশ প্রকল্পে ১০০ শতাংশ সরকারি সাহায্য মিলবে। জাতীয় বাঁশ মিশনে উত্তর-পূর্বের অনেক বেকার উপকৃত হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE