Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

মায়ানমার সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক, বিধ্বস্ত জঙ্গি শিবির

ভারত-মায়ানমার সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক করল ভারতের প্যারা-কম্যান্ডো বাহিনী। গুঁড়িয়ে দিল নাগা জঙ্গি শিবির।

ভারতীয় বাহিনীর অতর্কিত অভিযানে বিপুল ক্ষতি হয়েছে নাগা জঙ্গিদের। খবর সেনা সূত্রের। —প্রতীকী ছবি।

ভারতীয় বাহিনীর অতর্কিত অভিযানে বিপুল ক্ষতি হয়েছে নাগা জঙ্গিদের। খবর সেনা সূত্রের। —প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৩৫
Share: Save:

আবার সার্জিক্যাল স্ট্রাইক। ভারতীয় সেনার প্যারা-কম্যান্ডো বাহিনী বুধবার ভোরে ভারত-মায়ানমার সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক করেছে বলে সেনা সূত্রে জানানো হল। এই বিধ্বংসী আক্রমণে নাগা জঙ্গি গোষ্ঠী এনএসসিএন (খাপলাং) বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে বলেও প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।

ভোর ৪টে ৪৫ মিনিট নাগাদ ভারতীয় বাহিনী অভিযান চালিয়েছে। ভারত-মায়ানমার সীমান্তের লাংখু এলাকায় এই অভিযান হয়। দু’পক্ষে তীব্র গোলা-গুলি বিনিময় হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এনএসসিএন (খাপলাং) বড়সড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ভারতীয় বাহিনীর দাবি। কিন্তু যে প্যারা-কম্যান্ডো বাহিনী অভিযান চালিয়েছে, সেই বাহিনীর সদস্যরা প্রত্যেকেই অক্ষত ফিরেছেন বলেও সেনার তরফে জানানো হয়েছে।

নাগা জঙ্গি সংগঠনটির সঙ্গে ভারত সরকারের সংঘর্ষবিরতি চুক্তি প্রায় দেড় দশক বলবৎ ছিল। ২০০১ সালে সংঘর্ষবিরতি চুক্তিতে সই করেছিল সংগঠনটি। কিন্তু চুক্তির মেয়াদ পুনর্নবীকরণের ঠিক আগেই ২০১৫ সালে সংগঠনটি চুক্তি ভেঙে দেয়। নাগাল্যান্ড এবং মণিপুরে ভারতীয় বাহিনীর উপর হামলা চালাতে শুরু করে তারা। ২০১৫-র জুনে মণিপুরের চান্দেল জেলায় ভারতীয় বাহিনীর ৬ ডোগরা রেজিমেন্টের কনভয়ে হামলা জালায় এনএসসিএন (খাপলাং)। ১৮ জওয়ান শহিদ হন সেই হামলায়। তার পর থেকেই এনএসসিএন (খাপলাং)-এর বিরুদ্ধে অভিযান তীব্র করা হয়।

আরও পড়ুন: ভারত অত্যন্ত উদ্ধত, মন্তব্য চিনা কাগজে

মায়ানমারের দুর্গম পাহাড়-জঙ্গলে ঘাঁটি গেড়েই নাগাল্যান্ড ও মণিপুরে নাশকতা চালায় নাগা জঙ্গিরা। এনএসসিএন (খাপলাং)-এর প্রতিষ্ঠাতা এস এস খাপলাং-ও মায়ানমারেই থাকতেন। চলতি বছরের জুনে তিনি মারা যান।

আরও পড়ুন: মার্কিন যুদ্ধবিমান দেখলেই গুলি, হুমকি কিমের

নাগা জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য সীমান্ত পেরিয়ে মায়ানমারের ভিতরে ঢুকে আগেও অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। মায়ানমার সরকারের সঙ্গে সমন্বয় রেখেই ভারত এই অভিযানগুলি চালায়। এ বারের অভিযানের বিশদ তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে ভারতীয় বাহিনী খুব বড় সাফল্য পেয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। সেনার ইস্টার্ন কম্যান্ড জানিয়েছে, ভারত-মায়ানমার সীমান্ত বরাবর টহল দিচ্ছিল ভারতের নিরাপত্তা বাহিনী। সে সময় জঙ্গিরা আচমকা গুলিবর্ষণ শুরু করে। বাহিনী পাল্টা জবাব দিতেই জঙ্গিরা পিছু হঠে। তবে এতেই অভিযান থেমে যায়নি। সরাসরি জঙ্গি ঘাঁটিতেই ভারতীয় বাহিনী আক্রমণ চালায় বলে খবর।

এক বছর আগে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানি জঙ্গিদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী। তা নিয়ে দু’দেশের মধ্যে জোর চাপান-উতোর চলেছিল দীর্ঘ দিন। প্রয়োজনে আবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক হবে বলে ভারত হুঁশিয়ারি দিয়েছিল। সেই অভিযানের এক বছরের মাথায় মায়ানমার সীমান্তেও জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE