Advertisement
২০ এপ্রিল ২০২৪

নিশানা মোদী, ফিরেই রাহুল আজ দ্বারকায়

প্রধানমন্ত্রী আগামিকাল যখন দিল্লিতে দলের বিধায়ক-সাংসদদের কানে ভোটের মন্ত্র পুরবেন, সেই সময়েই উন্নয়ন নিয়ে মোদী-রাজ্যের দাবিকে চ্যালেঞ্জ দিতে আসরে নামছেন কংগ্রেস সহ-সভাপতি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪৬
Share: Save:

বিদেশে পরিণত ও ধারালো আক্রমণে বিদ্ধ করার পরে এ বারে দেশের মাটিতে নরেন্দ্র মোদীর টক্কর নিতে কোমর বাধছেন রাহুল গাঁধী।

প্রধানমন্ত্রী আগামিকাল যখন দিল্লিতে দলের বিধায়ক-সাংসদদের কানে ভোটের মন্ত্র পুরবেন, সেই সময়েই উন্নয়ন নিয়ে মোদী-রাজ্যের দাবিকে চ্যালেঞ্জ দিতে আসরে নামছেন কংগ্রেস সহ-সভাপতি। মার্কিন মুলুকে দু’সপ্তাহের সফরে এক দিকে মোদীর উন্নয়নের মডেলের তীব্র সমালোচনা করেছেন রাহুল, তেমনই তুলে ধরেছেন কংগ্রেসের চিরাচরিত দর্শন।

একই সঙ্গে কংগ্রেসকে ঢেলে সাজতে দলের খামতিগুলিও স্বীকার করেছেন অকপটে। আক্রমণের সেই ধারাকে অব্যাহত রাখতে দেশে ফিরে আগামিকালই রাহুল যাবেন ভোটমুখী গুজরাতে। সফর শুরু করবেন দ্বারকা মন্দির থেকে। পরে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী ও পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে বসবেন আলাদা করে।

তার আগেই রাহুল আজ টুইট করে মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের উপর পুলিশি জুলুমের সমালোচনা। মোদীকে বিঁধে তাঁর কটাক্ষ, ‘এই হচ্ছে বিজেপির বেটি বাঁচাও, বেটি পড়াও!’ আবার রাষ্ট্রপুঞ্জে সুষমা স্বরাজের গত কালের মন্তব্য নিয়েও বিঁধেছেন মোদীকেই। পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়ে সুষমা বলেছেন, ‘‘আমরা আইআইটি, আইআইএম, এইমস তৈরি করেছি। পাকিস্তান তৈরি করেছে লস্কর, জইশ।’’ রাহুল টুইটারে লিখেছেন, ‘সুষমা স্বরাজকে ধন্যবাদ আইআইটি, আইআইএম নিয়ে কংগ্রেস সরকারের বড় ভিশন ও ঐতিহ্যকে অবশেষে স্বীকৃতি দিলেন।’

কংগ্রেস নেতাদের বক্তব্য, মোদী এত দিন কংগ্রেসের কোনও অবদানকেই স্বীকৃতি দেননি। সুষমা বিদ্বান। তিনি ভারতের ইতিহাস জানেন। বিদেশমন্ত্রীর উচিত দেশে ফিরে মোদীকেও ভারতের ইতিহাসের পাঠ দেওয়া। ঠিক এই সুরেই এত দিন রাহুল ও কংগ্রেসকে কটাক্ষ করে এসেছে বিজেপি। আজ কংগ্রেসই মোদীকে সেই ভাষায় জবাব দিল। একই সঙ্গে রাহুল আমেরিকার মাটি থেকেই যে ভাবে কংগ্রেসের ঐতিহ্য ফের প্রতিষ্ঠা করার কাজে নেমেছেন, সুষমার কথার সূত্র ধরে সেই প্রসঙ্গকেই ফের সামনে নিয়ে এলেন কংগ্রেস সহ-সভাপতি।

গুজরাতে আসন্ন ভোট নিয়ে এমনিতেই উদ্বেগে রয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। গত লোকসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন মোদী। সেই ময়দানে সক্রিয় এখন রাহুল-ব্রিগেড। কিছু ক্ষেত্রে মোদীর চেয়েও বেশি আক্রমণাত্মক তারা। ভোটের আগেই গুজরাতে মোদীর উন্নয়ন নিয়ে ব্যঙ্গ-প্রচার এখন তুঙ্গে উঠেছে। যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিজেপিকে। এর পাশাপাশি আমেরিকা সফরে রাহুলের পরিণত আক্রমণও বিজেপিকে বেকায়দায় ফেলেছে। যার ফলে পাল্টা রণকৌশল তৈরি করতে বৈঠকে বসছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE