Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মমতার বিমান বিকল, আড়াই ঘণ্টা ধরে হাঁসফাঁস দশা ২৫০ যাত্রীর

বিমানে ২৫০ জন যাত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ১৮:০৭
Share: Save:

দিল্লি থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান ওড়ার কথা ছিল দুপুর ২টো ২০ মিনিটে। কিন্তু, যান্ত্রিক গোলযোগের কারণে বিকেল পাঁচটা পর্যন্ত সেই বিমান উড়তেই পারল না। বিমানে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীদের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। যাত্রীদের বেশির ভাগই বিদেশি। এর মধ্যে বিমানের এসিও কাজ করা বন্ধ করে দেয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে কাটাতে হয় যাত্রীদের। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বিকেল পাঁচটার পরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে অন্য বিমানে যাওয়ার ব্যবস্থা করা হয়। সন্ধ্যা ৬টা নাগাদ অন্য একটি ড্রিমলাইনার বিমান যাত্রীদের দিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন: ট্যাঙ্ক ব্রেক ডাউন! প্রতিযোগিতা থেকে ‘আউট’ ভারতীয় সেনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE