Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গৌতমকে খোঁচা দিলেন আজমল

গৌতম রায়ের খাসতালুকে হানা দিয়েই ভোটের ঢাকে কাঠি ঠুকলেন বদরউদ্দিন আজমল। গত কাল এআইইউডিএফ-এ যোগ দেন হাইলাকান্দির দুই কংগ্রেস নেতা। সেই উপলক্ষ্যে লক্ষীরবন্ধে আয়োজিত বিশাল সমাবেশে অসমে কংগ্রেস-মুক্ত সরকার গঠনের ডাক দেন বদরউদ্দিন। গৌতম-ঘনিষ্ঠ কংগ্রেস নেতা নিজামউদ্দিন লস্কর ও সুজামউদ্দিন লস্করের এআইইউডিএফ–এ যোগ দেওয়ার ঘটনাকে কংগ্রেসের ‘বিদায়ঘণ্টা’ হিসেবে চিহ্নিত করেন তিনি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে অসমে তাঁর দলই সরকার গঠন করবে বলে ঘোষণা করেন আজমল। সমাবেশে দলের বিভিন্ন নেতা তরুণ গগৈ সরকারের সমালোচনা করেন। বিধায়ক বসির আহমেদ কাশিমি বলেন, ‘‘আগামী ভোটে বরাকের ১৩টি আসন আমরাই দখল করর।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০৩:০৪
Share: Save:

গৌতম রায়ের খাসতালুকে হানা দিয়েই ভোটের ঢাকে কাঠি ঠুকলেন বদরউদ্দিন আজমল। গত কাল এআইইউডিএফ-এ যোগ দেন হাইলাকান্দির দুই কংগ্রেস নেতা। সেই উপলক্ষ্যে লক্ষীরবন্ধে আয়োজিত বিশাল সমাবেশে অসমে কংগ্রেস-মুক্ত সরকার গঠনের ডাক দেন বদরউদ্দিন। গৌতম-ঘনিষ্ঠ কংগ্রেস নেতা নিজামউদ্দিন লস্কর ও সুজামউদ্দিন লস্করের এআইইউডিএফ–এ যোগ দেওয়ার ঘটনাকে কংগ্রেসের ‘বিদায়ঘণ্টা’ হিসেবে চিহ্নিত করেন তিনি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে অসমে তাঁর দলই সরকার গঠন করবে বলে ঘোষণা করেন আজমল।

সমাবেশে দলের বিভিন্ন নেতা তরুণ গগৈ সরকারের সমালোচনা করেন। বিধায়ক বসির আহমেদ কাশিমি বলেন, ‘‘আগামী ভোটে বরাকের ১৩টি আসন আমরাই দখল করর। অসমের পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে এআইইউডিএফ মূল ভূমিকা নেবে। বিধায়ক স্বপন কর বলেন, ‘‘কংগ্রেস আমাদের দলকে সাম্প্রদায়িক বলছে। কিন্তু মানুষ সত্যিটা জানেন। তাই পরের ভোটে অসম থেকে কংগ্রেসকে হঠাতে তাঁরা প্রস্তুত।’’ বিধায়ক আমিনুল ইসলাম বলেন, ‘‘অসমে এন আর সি–র নামে বঙ্গভাষীদের একাংশকে নানা ভাবে হেনস্থা করা হচ্ছে।’’ করিমগঞ্জ-সাংসদ রাধেশ্যাম বিশ্বাস গগৈ সরকারকে আর সমর্থন না করতে কংগ্রেস নেতাদের আর্জি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE