Advertisement
১৭ এপ্রিল ২০২৪

এক দেশ এক কর, কাঁটা শুধু ভূস্বর্গেই

ঢাকঢোল পিটিয়ে ১ জুলাই থেকে গোটা দেশে জিএসটি চালু হচ্ছে। ‘এক রাষ্ট্র, এক কর, এক বাজার’-এর দামামা বাজছে না শুধু জম্মু-কাশ্মীরে। দেশের এই একটি মাত্র রাজ্যেই ১ জুলাই থেকে জিএসটি চালুর কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও শ্রীনগর শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ০৩:৩৯
Share: Save:

জিএসটি চালু করতে গিয়েও ভূস্বর্গের ভুলভুলাইয়াতে আটকে পড়ল নরেন্দ্র মোদীর সরকার।

ঢাকঢোল পিটিয়ে ১ জুলাই থেকে গোটা দেশে জিএসটি চালু হচ্ছে। ‘এক রাষ্ট্র, এক কর, এক বাজার’-এর দামামা বাজছে না শুধু জম্মু-কাশ্মীরে। দেশের এই একটি মাত্র রাজ্যেই ১ জুলাই থেকে জিএসটি চালুর কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ, রাজ্যে জিএসটি চালুর জন্য যে নিজস্ব বিলটি পাশ করা দরকার, সেটিই এখনও পাশ হয়নি। জিএসটি চালু হলে জম্মু-কাশ্মীরের আর্থিক স্বাধীনতা ও সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে দেওয়া বিশেষ মর্যাদা বিসর্জন যাবে বলে বিরোধিতা শুরু হয়েছে। যা দেখে মেহবুবা মুফতির সরকারও বিশেষ উদ্যোগী হচ্ছে না।

বিরোধীদের নিশানায় মূলত কেন্দ্রের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও রাজ্যের অর্থমন্ত্রী হাসিব দ্রাবু। তাঁদের প্রশ্ন, জেটলি সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে এসে শ্রীনগরে জিএসটি পরিষদের বৈঠক করেছেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার ও আর্থিক স্বাধীনতা বজায় রেখেই জিএসটি চালু হবে। দ্রাবুও নিয়মিত পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন। এত দিন তবে দুই অর্থমন্ত্রী কী করছিলেন, সেই প্রশ্নই উঠছে।

জেটলি বলছেন, ১ জুলাই থেকে জম্মু-কাশ্মীরে জিএসটি চালু না হলে রাজ্যই ক্ষতিগ্রস্ত হবে। এ রাজ্যে অধিকাংশ পণ্যই বাইরের রাজ্য থেকে আসে। জিএসটি চালু হলে তাই রাজ্যের রাজস্ব বাড়ত। কারণ পণ্য যেখানে কেনা হয়, জিএসটি আদায় হবে সেখানেই। সব রাজ্যে জিএসটি চালুর পর জম্মু-কাশ্মীরে তা না হলে করের উপর কর চাপবে। অধিকাংশ পণ্যের দাম বাড়বে। কিছু দিনের মধ্যে অনেক পণ্য বাজারে অমিল হবে।

এই হুঁশিয়ারি দিয়েও অবশ্য অস্বস্তিতে কাটাতে পারছেন না মোদী-জেটলিরা। নতুন কর ব্যবস্থায় ‘অখণ্ড ভারত’-এর ছবিটা তুলে ধরার জন্য যে রাজ্যকে সব থেকে বেশি দরকার ছিল, সেটিই জিএসটি-তে না থাকলে মোদী সরকারেরই মুখ পুড়বে। বিশেষ করে জম্মু-কাশ্মীরে বিজেপি যখন নিজেই মেহবুবা মুফতির সরকারের শরিক। এমনিতেই কাশ্মীরের উপত্যকার অশান্ত পরিস্থিতির জন্য মোদী সরকার ও রাজ্যের পিডিপি-বিজেপি জোটকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। চাপের মুখে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা নির্মল সিংহ হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘আমরা আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকতে পারব না।’’ তাঁর যুক্তি, জম্মু-কাশ্মীরে ১ জুলাই থেকে জিএসটি চালু না হলে এমন অশান্তি তৈরি হবে যে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না।

জিএসটি নিয়ে কার্যত আড়াআড়ি বিভক্ত জম্মু-কাশ্মীর। হুরিয়ত কনফারেন্স ও রাজ্যের সব বিরোধী দল রাজ্যে বর্তমান চেহারায় জিএসটি চালুর বিরুদ্ধে। এর পক্ষে একমাত্র বিজেপি। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী, জম্মুর নেতা জিতেন্দ্র সিংহর যুক্তি, ‘‘জিএসটি চালু হলেই জম্মু-কাশ্মীর আর্থিক ভাবে নিজের পায়ে দাঁড়াত।’’ আড়াআড়ি বিভক্ত ব্যবসায়ী মহলও। কাশ্মীরের বণিকসভা জিএসটি-র বিরোধী করছে। জম্মুর বিজেপি প্রভাবিত ব্যবসায়ী সংগঠন হুঁশিয়ারি দিয়েছে জিএসটি চালু না হলে তারা ধর্মঘটে নামবে। রাজ্যের অর্থমন্ত্রী দ্রাবু আজ সব দলকে বৈঠকে ডেকেছিলেন। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস তা বয়কট করে। আগামী সপ্তাহে ইদের ছুটি। ১ জুলাইয়ের আগে তাই মুফতি সরকার বিশেষ কিছু করেও উঠতে পারবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE