Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মণিপুরে প্রচার অমিত, রাহুলের

একই দিনে মণিপুরে ভোট প্রচারে নেমে আজ একে অপরের বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ, রাহুল গাঁধী।ক্ষমতা দখল করতে পারলে রেয়াত পাবেন না রাজ্যের দুর্নীতিগ্রস্ত কংগ্রেস নেতা-মন্ত্রীরা— নির্বাচনী জনসভায় এমনই হুঙ্কার দিলেন বিজেপি সভাপতি অমিত।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০৩:৪৩
Share: Save:

একই দিনে মণিপুরে ভোট প্রচারে নেমে আজ একে অপরের বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ, রাহুল গাঁধী।

ক্ষমতা দখল করতে পারলে রেয়াত পাবেন না রাজ্যের দুর্নীতিগ্রস্ত কংগ্রেস নেতা-মন্ত্রীরা— নির্বাচনী জনসভায় এমনই হুঙ্কার দিলেন বিজেপি সভাপতি অমিত। নাগা চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস শীর্ষনেতা রাহুল।

এ দিন মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ ও তাঁর মন্ত্রিসভার দিকে আঙুল তুলে অমিত বলেন, ‘‘দুর্নীতি যাঁরা করেছেন, তাঁরা হারলেও ছাড় পাবেন না। তদন্ত করে সবাইকে জেলে ঢোকানো হবে।’’ অমিতের প্রশ্ন, এনরেগায় রাজ্যের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা কোথায় গেল? অমিতের দাবি— অসমবাসী দুর্নীতিগ্রস্ত তরুণ গগৈ সরকারকে যে ভাবে উৎখাত করেছেন, ওই পথে এগোবেন মণিপুরের জনতাও।

ইম্ফলের হাফতা কাংজেইবুং প্রাসাদের মাঠে নাগা চুক্তি স্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন রাহুল। ওই চুক্তিতে মণিপুরের নাম নেই বলে জানিয়েছিলেন মোদী। তিনি দাবি করেছিলেন, চুক্তির বিষয়বস্তু জানেন সনিয়া গাঁধী। কিন্তু সেই দাবি উড়িয়ে রাহুল বলেন, ‘‘নাগা চুক্তিতে কী রয়েছে, তা কেউ জানে না। সনিয়া গাঁধীকেও তা বিশদে জানানো হয়নি। চুক্তির বিষয়ে তেমন কিছু জানেন না মণিপুরের মুখ্যমন্ত্রীও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Rahul Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE