Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গ্রামের মন বোঝেন জেটলি: অমিত

অভিজাত পরিবারে জন্মেছেন। থাকেন ‘লুটিয়েন’ দিল্লিতে। কিন্তু গ্রামের মনের কথা বোঝেন। এ ভাবেই দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রশংসা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। অরুণ জেটলিরই লেখা বই প্রকাশ অনুষ্ঠানে।

অরুণ জেটলির বই প্রকাশ অনুষ্ঠানে লেখকের সঙ্গে অমিত শাহ ও স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার। ছবি: রমাকান্ত কুশওয়াহা।

অরুণ জেটলির বই প্রকাশ অনুষ্ঠানে লেখকের সঙ্গে অমিত শাহ ও স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার। ছবি: রমাকান্ত কুশওয়াহা।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০৩:৩৭
Share: Save:

অভিজাত পরিবারে জন্মেছেন। থাকেন ‘লুটিয়েন’ দিল্লিতে। কিন্তু গ্রামের মনের কথা বোঝেন। এ ভাবেই দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রশংসা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। অরুণ জেটলিরই লেখা বই প্রকাশ অনুষ্ঠানে।

মূলত ইউপিএ জমানায় লেখা জেটলির বিভিন্ন নিবন্ধ বই আকারে ইংরেজিতে আগেই প্রকাশ হয়েছিল। কিন্তু অমিত শাহ বলেন, ‘‘ইংরেজির থেকে হিন্দির প্রসার যে অনেক বেশি, তা নিয়ে অরুণজির সঙ্গে আমার মতপার্থক্য আছে। এ বারে শেষ পর্যন্ত হিন্দিতে এই বই প্রকাশে রাজি হয়েছেন অরুণজি।’’

জেটলির বই ‘অন্ধেরে সে উজালা কি অউর’-এর প্রকাশকে ঘিরে আজ যেন ‘ইন্ডিয়া’ আর ‘ভারত’-এর বিতর্কটিই উঠে এল। রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকেও তাই জেটলির পরিচিতি দিতে গিয়ে অনেকটা হিন্দিতে বলতে হল। তিনি বললেন, ‘‘বাঙালি যখন হিন্দি বলেন, সেটি কমেডি সিরিজ হয়ে যায়। অরুণ জেটলির মধ্যে রসবোধ আছে। কিন্তু ক্ষমতায় আসার পরে বাইরে কথা বলতে পারেন না। বললেই সেটি মোক্ষম খবর হয়ে যাবে।’’ জেটলি বলেন, ‘‘আসলে রসিকতা বোধ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অতীতে অটলবিহারী বাজপেয়ী, পিলু মোদী, মধু দন্ডবতেরা রসিকতা করতেন। আবার সেই দিন নিশ্চয়ই ফিরে আসবে।’’ ইউপিএ আমলে বিরোধী দলনেতা হিসাবে জেটলির লেখাগুলিই যে ক্ষমতা পরিবর্তনে অনেকটা সহায়ক হয়েছে, তা মানেন অমিত শাহ। আজ অর্থমন্ত্রী হিসেবেও জেটলির কাজের অবদানের তারিফ করেন বিজেপি সভাপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE