Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National Politics

গুজরাত থেকে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন অমিত শাহ

গুজরাতের তিনটি রাজ্যসভা আসনে ভোট হবে ৮ অগস্ট। রাজ্য বিধানসভায় বিজেপি’র যা শক্তি, তাতে রাজ্যসভার তিনটি আসনের মধ্যে দু’টিতে শাসক দলের জয় সুনিশ্চিত। এই প্রথম সংসদীয় নির্বাচনে লড়তে চলেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

বিজেপি সভাপতি অমিত শাহ।-ফাইল চিত্র

বিজেপি সভাপতি অমিত শাহ।-ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ২১:২৯
Share: Save:

গুজরাত থেকে রাজ্যসভা নির্বাচনে বিজেপি’র প্রার্থী হচ্ছেন দলের সভাপতি অমিত শাহ।

বিজেপি’র তরফে বুধবার এ কথা জানানো হয়েছে। গুজরাতের তিনটি রাজ্যসভা আসনে ভোট হবে ৮ অগস্ট। রাজ্য বিধানসভায় বিজেপি’র যা শক্তি, তাতে রাজ্যসভার তিনটি আসনের মধ্যে দু’টিতে শাসক দলের জয় সুনিশ্চিত। এই প্রথম সংসদীয় নির্বাচনে লড়তে চলেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

বিজেপি সূত্রে এ দিন এও জানানো হয়েছে, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিকে দ্বিতীয় বারের জন্য দলের প্রার্থী করা হচ্ছে আসন্ন রাজ্যসভা ভোটে। তাঁর রাজ্যসভার সদস্য পদের মেয়াদ ফুরোচ্ছে অগস্টেই। স্মৃতিও প্রার্থী হচ্ছেন গুজরাত থেকে।

বিজেপি সূত্রের খবর, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিকে সংসদীয় নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার, দলের সংসদীয় বোর্ডের বৈঠকে। সেই বৈঠকের পর দলের তরফে অমিত ও স্মৃতির খবরটি দেন বিজেপি সহ সভাপতি জে পি নাড্ডা।

আরও পড়ুন- বিহারে জোট সরকার ভেঙে দিয়ে ইস্তফা নীতীশের

গুজরাতে রাজ্যসভার তৃতীয় আসনটির জন্য অবশ্য এ দিন কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বিজেপি’র তরফে। দল সূত্রের খবর, ওই আসনে কংগ্রেসের প্রার্থী সভানেত্রী সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেলকে বেগ দিতে একজন জাঁদরেল প্রার্থী দেওয়ার ভাবনা রয়েছে বিজেপি নেতৃত্বের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE