Advertisement
১৬ এপ্রিল ২০২৪

যোগীকে ‘বিয়ে’ করেই প্রতিবাদ

উত্তরপ্রদেশের ‘সন্ন্যাসী’ মুখ্যমন্ত্রীর মুখের ছবি ছাপা মুখোশ পরে বিয়ের আসরে এলেন ‘বর’। আসলে কিন্তু সেই বর এক মহিলাই।

যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র।

যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ০৩:৪৬
Share: Save:

রাজেশ খন্না তখন মধ্যগগনে। প্রায়ই শোনা যেত, তাঁর ছবিকে সামনে রেখে সিঁথিতে সিঁদুর পরেছেন কোনও তরুণী। বলিউডের প্রয়াত সুপারস্টারের সঙ্গে অনেকটা এক সারিতেই পড়ে গেলেন যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের ‘সন্ন্যাসী’ মুখ্যমন্ত্রীর মুখের ছবি ছাপা মুখোশ পরে বিয়ের আসরে এলেন ‘বর’। আসলে কিন্তু সেই বর এক মহিলাই। আর সেই মুখোশপরা বরের গলায় মালা দিলেন ‘কনে’। জানালেন, এই প্রতীকী বিয়েতেই যোগীকে স্বামী হিসেবে বরণ করলেন তিনি। মন্ত্র পড়া হল, বাজনাও বাজল। মঙ্গলবার রাজ্যের সীতাপুর জেলার ঘটনা। তবে বিয়ের কারণটা হল প্রতিবাদ।

‘পাত্রী’র নাম নীতু সিংহ। সীতাপুর জেলার ‘মহিলা অঙ্গনওয়াড়ি কর্মচারী সঙ্ঘে’র জেলা সভানেত্রী। নীতুরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবিদাওয়াই পূরণ করছে না উত্তরপ্রদেশের বিজেপি সরকার। উল্টে এক বার লখনউয়ে প্রতিবাদ জানাতে গিয়ে জুটেছে পুলিশের লাঠি। নীতুর কথায়, ‘‘এই বিয়ের পরে আমাদের চার লক্ষ বোনের কিছু উপকার হবে বলেই মনে করছি।’’ নীতু জানান, শুক্রবার যোগীর আসার কথা সীতাপুরে। তখন তিনি ‘স্বামীর’ সঙ্গে লখনউয়েও যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE