Advertisement
২০ এপ্রিল ২০২৪
কামাখ্যা মন্দির

পরিচ্ছন্নতার ভার নিলেন অনিল অম্বানী

কামাখ্যা মন্দিরের পরিচ্ছন্নতার পুরো দায়িত্ব নিজেদের হাতে তুলে নিলেন ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অন্যতম ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ অনিল অম্বানী। আজ মা ও স্ত্রীর সঙ্গে তিনি কামাখ্যা মন্দির ঘুরে দেখেন ও পুজো দেন। বেলা ১২টা নাগাদ দুটি গাড়িতে অম্বানী পরিবার কামাখ্যায় আসেন। আজ কামাখ্যায় জাতীয় যোগাসন প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে সকালে রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্যও কামাখ্যায় আসেন।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২২ মার্চ ২০১৫ ০৩:০৭
Share: Save:

কামাখ্যা মন্দিরের পরিচ্ছন্নতার পুরো দায়িত্ব নিজেদের হাতে তুলে নিলেন ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অন্যতম ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ অনিল অম্বানী। আজ মা ও স্ত্রীর সঙ্গে তিনি কামাখ্যা মন্দির ঘুরে দেখেন ও পুজো দেন। বেলা ১২টা নাগাদ দুটি গাড়িতে অম্বানী পরিবার কামাখ্যায় আসেন। আজ কামাখ্যায় জাতীয় যোগাসন প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে সকালে রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্যও কামাখ্যায় আসেন। প্রায় একই সময় অম্বানী পরিবারেরও আসার কথা ছিল। শনিবার হওয়ায় ভিড়ও বেশি ছিল কামাখ্যায়। ভিআইপিদের জন্য চত্বরজুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অনিল অম্বানী, তাঁর স্ত্রী টিনা ও মা কোকিলাবেন কামাখ্যায় পুজো দেওয়ার পরে মুখ্যমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাতে যান। কামাখ্যা দেবত্তোর ট্রাস্টের সম্পাদক নবকান্ত শর্মা বলেন, “অম্বানী পরিবার মন্দিরে পুজো দিয়ে খুশি। অনিল অম্বানী আমাদের বলেন, মন্দিরের সাফাইয়ের জন্য যে ৯০ জন কর্মচারী রয়েছেন তাঁদের মাসিক বেতনের ভার এ বার থেকে তিনিই নেবেন। এতদিন এই বেতন ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হত। পাশাপাশি, মন্দিরের পরিচ্ছন্নতা বজায় রাখতে ও পরিবেশ উন্নয়নের জন্য আরও কী প্রয়োজন সেই বিষয়েও জানতে চান তিনি। প্রয়োজনে আরও কর্মী নিয়োগের কথাও বলেন।”

পরে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের বাস ভবনে অম্বানী পরিবার দীর্ঘক্ষণ গগৈ ও তাঁর স্ত্রীর সঙ্গে সময় কাটান। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ব্যাপারে জানতে চান অনিল। আমেরিকার মতো অসমেও শিশুদের জন্য একটি বিনোদন পার্ক নির্মাণ করার ব্যাপারে গগৈয়ের আগ্রহের কথা শুনে অনিল তৎক্ষণাৎ তাঁর প্রস্তাবে রাজি হন। তিনি মুখ্যমন্ত্রীকে জানান, “এই ব্যাপারে তাঁর স্ত্রী টিনা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE