Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের সেনা তৈরি: জেটলি

শুধুই চিন নয়, যে কোনও চ্যালেঞ্জ বলতে কী বোঝাতে চেয়েছেন, তারও ইঙ্গিত মিলেছে এ দিন জেটলির বক্তব্যে। বলেছেন, ‘‘১৯৪৮ সাল থেকে জম্মু-কাশ্মীরের যে অংশগুলো দখল করে রেখেছে পাকিস্তান, ভারতের নাগরিকরা চান, সেগুলো ফিরে আসুক। যত তাড়াতাড়ি সম্ভব।’’

প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। বুধবার, রাজ্যসভায়।

প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। বুধবার, রাজ্যসভায়।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৭ ২১:৩১
Share: Save:

’৬২-র যুদ্ধ থেকে ভালই শিক্ষা নিয়েছি। ভারতীয় সেনাবাহিনী এখন যথেষ্টই শক্তিশালী। যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় তৈরি।

ডোকলামে চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধের প্রেক্ষিতে বুধবার এ কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। রাজ্যসভায়।

শুধুই চিন নয়, যে কোনও চ্যালেঞ্জ বলতে কী বোঝাতে চেয়েছেন, তারও ইঙ্গিত মিলেছে এ দিন জেটলির বক্তব্যে। বলেছেন, ‘‘১৯৪৮ সাল থেকে জম্মু-কাশ্মীরের যে অংশগুলো দখল করে রেখেছে পাকিস্তান, ভারতের নাগরিকরা চান, সেগুলো ফিরে আসুক। যত তাড়াতাড়ি সম্ভব।’’

আরও পড়ুন- ডোকলাম প্রশ্নে সংযমী থেকেও নাম না করে চিনকে খোঁচা দলাই লামার

আরও পড়ুন- ছেলেরা তো মেয়েদের পিছনে ছোটেই, বলে বিতর্কে বাবুল

‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৫তম বার্ষিকী উদযাপনে বিশেষ বিতর্কসভার উদ্বোধন করতে গিয়ে এ দিন জেটলি বলেছেন, ‘‘এতগুলো দশক ধরে ভারতকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। কিন্তু গর্বের সঙ্গে বলছি, সেই সব চ্যালেঞ্জই আমাদের উত্তরোত্তর শক্তিশালী করেছে, করে চলেছে। ’৬২-তে আমাদের সেনাবাহিনীর যে শক্তি ছিল, ’৬৫-তে তা অনেকটা বেড়েছিল। তা আরও আরও বেড়েছিল ’৭১-এর যুদ্ধে।’’

আরও পড়ুন- বর্ণিকা: অবশেষে গ্রেফতার বিজেপি নেতার ছেলে

প্রতিরক্ষামন্ত্রী মনে করিয়ে গিয়েছেন, সন্ত্রাসবাদের মতো এখনও বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে ভারতের সামনে। প্রতিবেশীদের কেউ কেউ ভারতের সার্বভৌমত্ব ও সংহতিকে বিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেটলির কথায়, ‘‘কিন্তু এর পরেও আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে, সেই চ্যালেঞ্জ দেশের পূর্ব সীমান্ত থেকে আসুক বা আসুক পশ্চিম সীমান্ত থেকে, তা দৃঢ়় ভাবে মোকাবিলা করার সাহস ও যোগ্যতা দুইই রয়েছে ভারতের ,সেনা জওয়ানদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE