Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

ভাইরাল ভিডিও: মেয়র বলছেন ‘অপব্যাখ্যা’, দল বলছে ভুয়ো ফুটেজ

শনিবার রাতে উত্তর দিল্লির বাওয়ানার একটি বাজি কারখানায় ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১৭ জনের।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৭:৩৫
Share: Save:

বাওয়ানার বাজি কারখানা নিয়ে উত্তর দিল্লির মেয়র তথা বিজেপি নেত্রী প্রীতি অগ্রবালের মন্তব্যের একটি ভিডিও নিয়ে রাজধানীর রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে। ‘সম্মুখ-সমরে’ দাঁড়িয়েছে বিজেপি-আম আদমি পার্টি।

শনিবার রাতে উত্তর দিল্লির বাওয়ানার একটি বাজি কারখানায় ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১৭ জনের।

দুর্ঘটনার পরই সেখানে গিয়েছিলেন মেয়র। সাংবাদিকদের মুখোমুখি হলে ক্যামেরার সামনে তাঁকে নাকি বলতে শোনা যায়, বাওয়ানার ওই কারখানার লাইসেন্স তাঁদের কাছেই রয়েছে। ফলে এ নিয়ে কিছু বলা ঠিক নয়। ওই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ঘনিষ্ঠ সহযোগীকে নাকি এমন কথা বলতে শোনা যায় তাঁকে। গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: ২০ আপ বিধায়ককে বরখাস্ত করলেন রাষ্ট্রপতি

সম্মতি ছাড়া কোনও মহিলাকে স্পর্শ করাও অপরাধ: আদালত

মেয়রের সেই মন্তব্য নিয়েই প্রশ্ন তোলে আপ। ভিডিওটি রিটুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, “মেয়র হয়ত এটাই বলতে চেয়েছিলেন এই সময় আমাদের এমন মন্তব্য করা উচিত হয়নি।” কেজরীবালের এই টুইটের পরই পাল্টা আক্রমণে নামেন প্রীতি অগ্রবাল। এই মন্তব্যের জন্য কেজরীবালকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তিনি এটাও দাবি করেন, জনগণকে বিভ্রান্ত করতেই ভুয়ো ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি অভিযোগ করেন, এমন ভুয়ো ভিডিও ছড়িয়ে বিজেপিকে অভিযুক্ত করার চক্রান্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE