Advertisement
২০ এপ্রিল ২০২৪

গোটা দেশে ৬০০ বাড়ি তৈরি করবে বিজেপি

১ লক্ষ ৭০ হাজার বর্গফুট জায়গায় বিজেপির হাইটেক সদর দফতর গত কালই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ১১ অশোক রোড থেকে বিজেপির নতুন ঠিকানা ৬এ, দীনদয়াল উপাধ্যায় মার্গ। কিন্তু অশোক রোডের বাংলোটি ছাড়ছে না বিজেপি। দলেরই কারও নামে সেটি বরাদ্দ করিয়ে সেটি দখলে রাখবে তারা।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৫
Share: Save:

প্রাসাদোপম নতুন দফতর বানিয়েই ক্ষান্ত নয় বিজেপি। উল্টো দিকে আর একটি জমিতেও দফতর বানাবে তারা। গোটা দেশে এই ধাঁচে তৈরি হবে ছ’শোর বেশি নতুন ভবন।

১ লক্ষ ৭০ হাজার বর্গফুট জায়গায় বিজেপির হাইটেক সদর দফতর গত কালই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ১১ অশোক রোড থেকে বিজেপির নতুন ঠিকানা ৬এ, দীনদয়াল উপাধ্যায় মার্গ। কিন্তু অশোক রোডের বাংলোটি ছাড়ছে না বিজেপি। দলেরই কারও নামে সেটি বরাদ্দ করিয়ে সেটি দখলে রাখবে তারা।

কিন্তু এখানেই থেমে থাকছে না মোদীর দল। নতুন ভবনের উল্টো দিকে একটি বিশাল পার্ক তৈরি হয়েছে। সেটিও দীনদয়াল উপাধ্যায়ের নামে। বিজেপির হাতে থাকা দিল্লি পুরসভা ও কেন্দ্রের তত্ত্বাবধানে সেই পার্কটিও কার্যত বিজেপিরই কব্জায়। আর তার ঠিক পাশের জমিতে আরও একটি ভবন তৈরি করবে দল। তার প্রক্রিয়াও শুরু হয়েছে। শুধু দিল্লি নয়, নতুন ভবনের আদলে দেশের ৬৩৫টি জেলাতেও তৈরি হবে নতুন দফতর। তার মধ্যে ১৯২টি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ৩১৮টি-র জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। ১২৫টি-র জন্য জমি রেজিস্ট্রি করা চলছে।

প্রশ্ন উঠেছে, দেশ জুড়ে এত দফতর নির্মাণের টাকা আসছে কোথা থেকে? বিরোধীদের অভিযোগ, নোটবন্দির খবর আগে থেকে জানত বিজেপি। ফলে আগেভাগেই কালো টাকা সাদা করে ফেলেছে। তা না হলে নোটবন্দির ঘোষণার ঠিক আগেই কেন পশ্চিমবঙ্গে বিজেপি বিশাল অঙ্কের টাকা ব্যাঙ্কে জমা দেবে? আর কেনই বা বিহারে বড় মাপের জমি কেনার ঘটনা সেই সময়ে প্রকাশ্যে এল?

কংগ্রেসের এক নেতার কথায়, ‘‘নোটবন্দির পিছনে বিজেপির পুরো খেলাটাই ছিল নিজেদের সম্পত্তি কয়েকগুণ বাড়িয়ে নিয়ে বিরোধীদের বেকায়দায় ফেলার। আমাদের এখন এমন অবস্থা, অনেক রাজ্যে দফতরের কর্মীদের মাইনে দেওয়া যাচ্ছে না।’’

বিজেপি অবশ্য এ সব অভিযোগ ওড়াচ্ছে। তাদের বক্তব্য, ২০১৫-এই কর্মসমিতির বৈঠকে স্থির হয়েছিল সব জেলায় নতুন দফতর বানানো হবে। নোটবন্দি হয়েছে তার ঢের পরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE