Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ত্রিপুরা উপনির্বাচন

জামানত জব্দ কংগ্রেসের, এগিয়ে গেল বিজেপি

রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রত্যাশিত ভাবেই শাসক দল সিপিএম দখল করেছে। তবে এই উপনির্বাচনের অপ্রত্যাশিত বিষয়টি হল, শতাংশ ও ভোট সংখ্যার হিসেবে রাজ্যের বিরোধী দল কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপি দ্বিতীয় স্থানে। প্রতাপগড় ও সুরমা দু’টি আসনেই কংগ্রেস প্রার্থীরা রয়েছেন তৃতীয় স্থানে।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০৩:৫০
Share: Save:

রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রত্যাশিত ভাবেই শাসক দল সিপিএম দখল করেছে। তবে এই উপনির্বাচনের অপ্রত্যাশিত বিষয়টি হল, শতাংশ ও ভোট সংখ্যার হিসেবে রাজ্যের বিরোধী দল কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপি দ্বিতীয় স্থানে। প্রতাপগড় ও সুরমা দু’টি আসনেই কংগ্রেস প্রার্থীরা রয়েছেন তৃতীয় স্থানে। প্রতাপগড়ে সিপিএম প্রার্থী রামু দাস পেয়েছেন ২৭,৫৫৫টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মৌসুমী দাস ১০,২২৭টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে। কংগ্রেস প্রার্থী রঞ্জিত দাস তৃতীয় স্থানে। তাঁর ঝুলিতে মাত্র ৫১৮৭টি ভোট। বৈধ ভোটের মধ্যে সিপিএম পেয়েছে ৬২%, বিজেপি ২৩%এবং কংগ্রেস ১১.৬৯%। সুরমা সংরক্ষিত আসনটিতে জয়ী হন সিপিএম প্রার্থী অঞ্জন দাস। তিনি ভোট পেয়েছেন ২৩,২৭৫টি। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আশিস দাস পেয়েছেন ৭,৯৬৬টি ভোট। কংগ্রেসের নগেন্দ্রচন্দ্র বিশ্বাস পেয়েছেন ২৫২৮টি ভোট। মোট বৈধ ভোটের মধ্যে সিপিএম পেয়েছে ৬৭%, বিজেপি ২৩% এবং কংগ্রেস পেয়েছে মোট ৭%। দু’টি কেন্দ্রেই কংগ্রেসের জমানত জব্দ হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP congress tripura by-election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE