Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাহুল নিয়ে হঠাৎ চাপে বিজেপি

রাহুল গাঁধীর দু’সপ্তাহের আমেরিকা সফর নিয়ে গোড়ায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঠাট্টা-তামাশাই করেছিল গেরুয়া-শিবির। কিন্তু বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে রাহুলের বক্তৃতা নিয়ে আলোচনা শুরু হতেই নড়েচড়ে বসেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।

রাহুল গাঁধী।

রাহুল গাঁধী।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ০৩:২৩
Share: Save:

ব্যঙ্গ-বিদ্রুপের ‘পাপ্পু’কে নিয়ে হঠাৎই চাপে পড়ে গেছে বিজেপি!

রাহুল গাঁধীর দু’সপ্তাহের আমেরিকা সফর নিয়ে গোড়ায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঠাট্টা-তামাশাই করেছিল গেরুয়া-শিবির। কিন্তু বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে রাহুলের বক্তৃতা নিয়ে আলোচনা শুরু হতেই নড়েচড়ে বসেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। অমিত শাহ-স্মৃতি ইরানির পাশাপাশি মাঠে নেমেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে রাহুলের একের পর এক বৈঠক ও সভা। তা নিয়ে আলোচনা শুরুর আগেই তড়িঘড়ি মাঠে নেমে রাহুলকে বিঁধলেন বিজেপি নেতৃত্ব! যা দেখে প্রশ্ন উঠছে, বিজেপি হঠাৎ এত চাপে পড়ে গেল কেন?

ঘটনা হল, রাহুল গাঁধীকে এত দিন পাত্তাই দিত না বিজেপি। সোশ্যাল মিডিয়ায় ‘পাপ্পু’ বলে ব্যঙ্গ করে উড়িয়ে দিত। কিন্তু রাহুল নিজের মতো করেই এগিয়েছেন। অক্টোবরে কংগ্রেস সভাপতি পদে তাঁর অভিষেকের সম্ভাবনা। তার আগে আমেরিকায় নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির নীতি নিয়ে তাঁর তোলা একাধিক প্রশ্ন অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে।

মঙ্গলবার ওয়াশিংটনে ডেমোক্যাট ও বিপালবিকান-পন্থীদের কয়েক জনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাহুল। সূত্রের খবর, ওই সব বৈঠকে দেশে অন্যান্য বিষয়ের পাশাপাশি ক্রমবর্ধমান বেকারি ও অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাহুলের চিন্তাভাবনা মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে দাগ কেটেছে বলেও জানা গিয়েছে। ভারতীয় সময় মঙ্গলবার বেশি রাতে এবং বুধবার যথাক্রমে নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং নিউ ইয়র্কের একটি হোটেলে ফের সভা করবেন রাহুল। এই পরিস্থিতিতে আজ মাঠে নামেন সরকারে মোদীর সেনাপতি অরুণ জেটলি। রাহুলের গত সপ্তাহের বলা প্রসঙ্গ টেনে জেটলি আজ বলেন, ‘‘যখন আমেরিকায় বসে বলা হল, পরিবারতন্ত্র দেশের স্বভাব হয়ে গিয়েছে, শুনে লজ্জিত হয়েছি। কিছু দল মনে করে, পরিবারতন্ত্রে কেন্দ্রীভূত হওয়া আসলে সম্পদ। কিন্তু দীর্ঘমেয়াদে সেটি আসলে বোঝা।’’

বিজেপির একাংশ বলছে, রাহুল এখন বেশ পরিণত। বার্কলের বক্তৃতায় তা বোঝা গিয়েছে। মার্কিন কর্তাদের কথাতেও তা স্পষ্ট। তা ছাড়া, যে ভাবে তিনি বেকারি ও অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছে, তা বিজেপির পক্ষে অস্বস্তির। এর পর দেশে ফিরে সোমবার থেকেই গুজরাতের দ্বারকা থেকে প্রচার শুরু করবেন রাহুল। সব মিলিয়েই চাপ বাড়ছে বিজেপির। তাই আগেভাগেই আক্রমণে নেমেছে দল।

দু’সপ্তাহের আমেরিকা সফরে সমাজের বিভিন্ন মহলের সঙ্গে কথা বলছেন রাহুল। প্রবাসী কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা ও তরুণ কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা এই সফরে রাহুলের সঙ্গী। আগামিকালের অনুষ্ঠানে কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেনের কংগ্রেস কর্মীরাও যোগ দেবেন বলে ঠিক আছে। এই মডেলেই এত দিন প্রবাসীদের মন জয়ের চেষ্টা করে এসেছেন মোদী। এখন সে জায়গায় রাহুল থাবা বসানোয় অস্বস্তি বেড়েছে বিজেপির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE