Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মানিকের ‘মুখোশ’ খুলতে নামল বিজেপি

রাম মাধবের মতো নেতা দিল্লিতে আজ মানিক সরকারের ‘মুখোশ’ খুলতে একটি বই প্রকাশ করে তুলোধনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে। আবার মানিককে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাও। নাম দেওয়া হয়েছে ‘লাল সরকার’। ত্রিপুরার ভোট বাজারে ভ্যান-গাড়িতে সেই ছবি দেখানো হবে ভোটারদের।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ০৩:৫২
Share: Save:

পরনে সাদা কুর্তা পাজামা। বাড়ি বলতে মায়ের থেকে পাওয়া। নিজের কোনও গাড়ি নেই। স্ত্রীও বাজার যান রিকশা চেপে। সঞ্চয় বলতে যৎসামান্য। ‘সবথেকে গরিব’ মুখ্যমন্ত্রীর শিরোপাও জুটেছে তাঁর।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের এমন ভাবমূর্তি দুরমুশ করতে এ বার আসরে নামল বিজেপি। রাম মাধবের মতো নেতা দিল্লিতে আজ মানিক সরকারের ‘মুখোশ’ খুলতে একটি বই প্রকাশ করে তুলোধনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে। আবার মানিককে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাও। নাম দেওয়া হয়েছে ‘লাল সরকার’। ত্রিপুরার ভোট বাজারে ভ্যান-গাড়িতে সেই ছবি দেখানো হবে ভোটারদের।

‘মানিক সরকার- রিয়েল অ্যান্ড দ্য ভারচুয়াল’ শীর্ষক বই প্রকাশ অনুষ্ঠানে রাম মাধব, মীনাক্ষী লেখি, সম্বিত পাত্র, রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেব, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল দেওধরের মতো একঝাঁক বিজেপি নেতা আজ মানিক-বধে নামলেন। তাঁরা বললেন, মানিক সরকারের না কি বাড়ি-গাড়ি নেই, হেলিকপ্টারেই ১০ কোটি টাকা বিল হয়েছে। থাকেন সরকারি ভবনে। তাঁর আমলেই হিংসা ছড়িয়েছে। হত্যা হচ্ছে। নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দলের অনেকের পছন্দের নেতা বিমল সিন্‌হারও হত্যা হয়েছে। মানিক নিজে দুর্নীতিতে মদত দিয়েছেন। এত দিন ধরে কংগ্রেসের সঙ্গে লোক দেখানো লড়াই করে এসেছেন। এখন ত্রিপুরার মানুষ বিজেপির মধ্যে বিকল্প খুঁজছে।

ভোটের মুখে একটি ছবিও তৈরি হচ্ছে। যেটি দেখানো হবে পাড়ায় পাড়ায়। তাতে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় বিনা পয়সায় গান গেয়েছেন। মানিকের ভূমিকায় বাঙালি অভিনেতা পাওয়া যায়নি বলে ছবি তৈরি হয়েছে হিন্দিতে। সিপিএমের অভিযোগ, বিজেপিই এই ছবি বানিয়েছে। কিন্তু বিজেপির বক্তব্য, আদৌ নয়। কিন্তু যদি মানিক সরকারের মুখোশ তাতে খোলা হয়, তা হলে স্বাগত।

মানিকের বিরুদ্ধে বিজেপির এই আক্রমণ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ‘‘ত্রিপুরা দখল করতে মরিয়া সঙ্ঘ-বিজেপি। সে জন্যই তাঁরা মানিক সরকারের বিরুদ্ধে কুৎসা করেছে। ত্রিপুরার মানুষই এর জবাব দেবে। ত্রিপুরা বিজেপির ওয়াটারলু হবে।’’ এর আগে ত্রিপুরায় বিজেপির পর্যবেক্ষক সুনীল দেওধর মানিকের জীবনযাপন সহ নানা বিষয়ে আক্রমণ করেছিলেন। তার জন্য তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE