Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দলিত বাড়ির মেঝেতে বসে অমিতের ভোজন

মেঝেতে বসা অমিত শাহের সামনে খাবারগুলি সাজিয়ে দিলেন বাড়ির সদস্যরা। রবিবার রাজস্থানের এক দলিতের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি সভাপতি। বিজেপি মোর্চার দলিত সদস্য রমেশ পাচারিয়া হেসে বললেন, ‘‘রান্না করেছেন আমার মা।’’

ভোজ: খেতে বসেছেন অমিত শাহ। সঙ্গে বসুন্ধরা রাজে সিন্ধিয়া-সহ অন্যরা। রবিবার জয়পুরে। ছবি: পিটিআই

ভোজ: খেতে বসেছেন অমিত শাহ। সঙ্গে বসুন্ধরা রাজে সিন্ধিয়া-সহ অন্যরা। রবিবার জয়পুরে। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ০৫:১৪
Share: Save:

ভাত, ডাল, চাপাটি, হালুয়া এবং ক্ষীর।

মেঝেতে বসা অমিত শাহের সামনে খাবারগুলি সাজিয়ে দিলেন বাড়ির সদস্যরা। রবিবার রাজস্থানের এক দলিতের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি সভাপতি। বিজেপি মোর্চার দলিত সদস্য রমেশ পাচারিয়া হেসে বললেন, ‘‘রান্না করেছেন আমার মা।’’

সামনের বছর রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার ভিত তৈরি করতে তিন দিনের রাজস্থান সফরে গিয়েছেন অমিত। রবিবার ছিল সফরের শেষ দিন। এ দিন জয়পুরে দলীয় দফতরে কয়েক দফা বৈঠকের পরে অমিত সোজা চলে যান সুশীলপুরায় রমেশের বাড়িতে। রাজস্থানি রীতি মেনে তাঁকে স্বাগত জানান রমেশের বাড়ির লোকজন। তার পরে মেঝেতে বসে অমিত সেরে ফেললেন দুপুরের খাওয়াটা। বিজেপি সভাপতির পাশে পাত পেড়ে খেয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, রাজস্থানের বিজেপি সভাপতি অশোক প্রণামি, সাংসদ ভূপেন্দ্র সিংহরা। রমেশের বাড়ির বাইরে তখন ভেঙে পড়েছে ভিড়। রমেশের বাড়ির সকলের সঙ্গে আধ ঘণ্টা সময় কাটানোর পরে বেরিয়ে স্থানীয় লোকেদের সঙ্গেও কথা বলেন অমিত।

তবে এই প্রথম নয়, এর আগেও দলিত পরিবারে ভোজ সেরেছেন অমিত। সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে গিয়ে নকশালবাড়ির দলিত দম্পতি রাজু মাহালি এবং গীতা মাহালির বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন তিনি। কিন্তু তার কয়েক দিন পরেই রাজু তৃণমূলে যোগ দেওয়ায় অস্বস্তিতে পড়েন বিজেপি নেতৃত্ব। সম্ভবত সেই কারণেই আজ ‘দলিত’ রমেশের বাড়িতে বিজেপি সভাপতির খাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজস্থানের সামাজিক ন্যায়মন্ত্রী অরুণ চতুর্বেদী। তিনি বলেন, ‘‘আমরা জাতপাত মানি না। অমিত শাহের মধ্যাহ্নভোজের জন্য বুথ স্তরের বিজেপি কর্মী রমেশের বাড়ি বাছা হয়েছে, কারণ তিনি দলে ভাল কাজ করেন। দলিত বলে নয়। তা ছাড়া আমাদের দলের সদর দফতরের কাছাকাছি বহু দলিত পরিবারের বাস। কিন্তু বিজেপি সভাপতি এক জন সক্রিয় কর্মীর বাড়িতে দুপুরের খাওয়াটা সারতে চেয়েছিলেন।’’ মন্ত্রী জানান, বিজেপি নয়, জাতপাত দলিত ইস্যু নিয়ে গলা ফাটায় সংবাদমাধ্যমই।

সুশীলপুরার সরু গলিতে বেশির ভাগই দলিত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাস। তাদের পাড়ায় অমিত শাহের মতো ভিভিআইপি-র আগমন এই প্রথম। সকাল থেকেই তাই গোটা এলাকায় ছিল সাজো সাজো রব। কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন জয়পুরের পুলিশ কমিশনার সঞ্জয় অগ্রবাল। অমিত আসার আগে স্থানীয় বিজেপি নেতৃত্বও বেশ কয়েক বার ঘুরে দেখেন গোটা এলাকা। অমিতকে দেখাতে রাস্তায় ভিড় করেছিলেন স্থানীয় মানুষজন। বাড়িগুলির ছাদেও ছিল চোখে পড়ার মতো ভিড়।

এমন অতিথি মহল্লায় আবার কবে আসবেন, কে জানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE