Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কার হাতে লখনউ, সময় নিচ্ছে বিজেপি

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী ঠিক করা নিয়ে কিছুটা সময় নিতে চাইছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গত কাল বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০৪:০৩
Share: Save:

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী ঠিক করা নিয়ে কিছুটা সময় নিতে চাইছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গত কাল বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর নাম খোলসা করেনি বিজেপি। দল জানিয়েছে, হোলির পর দুই নেতা বেঙ্কাইয়া নায়ডু ও ভূপেন্দ্র যাদবকে পর্যবেক্ষক হিসেবে উত্তরপ্রদেশে পাঠানো হচ্ছে। তাঁরা অমিত শাহকে রিপোর্ট দেবেন। মুখ্যমন্ত্রী ঠিক করার ফয়সালা করতে অমিতকে দায়িত্ব ছেড়ে দিয়েছে সংসদীয় বোর্ড।

এরই মধ্যে অমিত শাহ গত কাল রাজনাথ সিংহের বাড়িতে দেখা করতে যাওয়ায় জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে, বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রীর নাম নিয়ে রাজনাথের মন বুঝতে গিয়েছিলেন নাকি তাঁকেই লখনউয়ের তখ্‌তে বসানোর প্রস্তাব দিয়েছেন? মোদী-অমিত শাহের সঙ্গে উত্তরপ্রদেশের নেতাদের ঘনিষ্ঠতা ও জাত-পাতের অঙ্কের কথা মাথায় রেখে এখন অবশ্য মনোজ সিন্হা ও কেশবপ্রসাদ মৌর্যকেই এগিয়ে রেখেছেন দলের অনেকে। কানপুরের বিধায়ক সতীশ মাহানার নামও সামনে রয়েছে। শাহজানপুরের আটবারের বিধায়ক সুরেশ খন্নার নামও উঠে এসেছে আলোচনায়। মহেশ শর্মা, দীনেশ শর্মা, সিদ্ধার্থনাথ সিংহ, আদিত্যনাথদের নিয়েও জল্পনা রয়েছে। দলের শীর্ষ নেতাদের মতে, এত বড় জয়ের পরে রাজ্যের মানুষের মনে সরকার সম্পর্কে বিরাট আশা থাকবে। ফলে এমন কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসাতে চাইছেন মোদী ও অমিত শাহ, যিনি দক্ষতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar pradesh BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE