Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

বোমাতঙ্ক, অনড় পরেশ

এ দিন সকালে স্থানীয় সাংবাদিকদের ফোনে আলফা সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি জানায়, ২১ এপ্রিল পেহিপুখুরি গ্রাম ও তার আশপাশে তিনটি শক্তিশালী বোমা পোঁতা আছে। যান্ত্রিক ত্রুটিতে সেগুলি ফাটেনি। গ্রামবাসীদের প্রাণ বাঁচাতে বোমাগুলি নিষ্ক্রিয় করা হোক। 

পরেশ বরুয়া

পরেশ বরুয়া

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ০৩:৪৪
Share: Save:

বিদ্যুতের তিনটি থামের কাছে পোঁতা আছে তিনটি শক্তিশালী আইইডি। ফাটার কথা ছিল আগেই। কিন্তু ফাটেনি। রবিবার এমন খবর ছড়িয়ে পড়ে অসমের চড়াইদেও জেলার সোনারিতে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এ দিন সকালে স্থানীয় সাংবাদিকদের ফোনে আলফা সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি জানায়, ২১ এপ্রিল পেহিপুখুরি গ্রাম ও তার আশপাশে তিনটি শক্তিশালী বোমা পোঁতা আছে। যান্ত্রিক ত্রুটিতে সেগুলি ফাটেনি। গ্রামবাসীদের প্রাণ বাঁচাতে বোমাগুলি নিষ্ক্রিয় করা হোক। এতে আতঙ্কে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালান। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তল্লাশি চালায় লংপতিয়া, মিরিপথার, পেহিপুখুরি ও হাতিপুখুরি গ্রামে। আগেই ধৃত এক আলফা জঙ্গিকে সঙ্গে নিয়ে চলে বোমার খোঁজ। বিকেল পর্যন্ত খুঁজেও বোমা মেলেনি।

বড়দুমসায় আলফা স্বাধীনের সঙ্গে পুলিশের লড়াইয়ে ওসি ভাস্কর কলিতার মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী পরেশ বরুয়াকে শান্তি আলোচনায় আহ্বান জানিয়ে বলেন, “বহু যুব শক্তির অপচয় হয়েছে। এমন ঘটনা কাম্য নয়।” নিজের অবস্থানে অনড় পরেশ বলেছেন, “সার্বভৌমত্ব ও স্বাধীন অসম নিয়ে নিরপেক্ষ আলোচনা হলে আলফা আলোচনায় তৈরি। অসম কেন স্বাধীনতা পাওয়ার যোগ্য দাবিদার, তা নিয়ে আমরা যুক্তি তুলে ধরব। নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরার স্বাধীনতা নিয়েও আলোচনা হোক।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE