Advertisement
১৮ এপ্রিল ২০২৪

টুকরো খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল গুলাম-ই-বাহনবতী। বয়স হয়েছিল ৬৮। কিছু দিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২০০৯-এর জুনে তৎকালীন ইউপিএ সরকারের তরফে বাহনবতীকে ত্রয়োদশ অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০১
Share: Save:

প্রয়াত বাহনবতী

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল গুলাম-ই-বাহনবতী। বয়স হয়েছিল ৬৮। কিছু দিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২০০৯-এর জুনে তৎকালীন ইউপিএ সরকারের তরফে বাহনবতীকে ত্রয়োদশ অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়। এনডিএ ক্ষমতায় আসার পর এ বছরের মে মাসে পদত্যাগ করেন। ২০০৪-২০০৯ অবধি ভারতের সলিসিটর জেনারেল পদে কাজ করেছেন বাহনবতী।

নিখোঁজ অরুণাচলের রাজ্যপালের এডিসি

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

বিদেশে ছুটি কাটাতে গিয়ে নিখোঁজ হলেন অরুণাচলপ্রদেশের রাজ্যপালের এডিসি (এইড দ্য ক্যাম্প), স্পেশ্যাল ফোর্সের মেজর শরিফ ভোঁসলে। সেনাবাহিনী সূত্রের খবর, বছরখানেক আগে তিনি অরুণাচলের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নির্ভয় শর্মার এডিসি পদে যোগ দেন। দু’সপ্তাহ আগে ভোঁসলে বিদেশে ছুটি কাটাতে যান। রাজ্যপালের সচিব শূরবীর সিংহ জানান, ভোঁসলে যে বিদেশে যাচ্ছেন তা রাজভবন বা সেনাবাহিনীকে জানাননি। ১৮ অগস্ট তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। তিনি না-ফেরায় রাজভবনের তরফে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। সেনা সূত্রের খবর, ‘মিলিটারি ইন্টেলিজেন্স’ বিভাগের অনুমতি না-নিয়েই তিনি নরওয়ে এবং স্পেনে ঘুরতে গিয়েছিলেন। ১৫ অগস্ট ভোঁসলে স্পেনের রাজধানী মাদ্রিদে ছিলেন। তারপর থেকেই তাঁর সন্ধান মিলছে না। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ নিয়ে স্পেনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

জঙ্গি ঢোকাতেই সুড়ঙ্গ, দাবি ভারতীয় সেনার

সংবাদ সংস্থা • শ্রীনগর

পাক-অধিকৃত কাশ্মীর থেকে ভারতে জঙ্গি ঢোকানোর জন্যই পল্লানওয়ালার কাছে খোঁড়া হয়েছিল সুদীর্ঘ সুড়ঙ্গটি। আপাত ভাবে এমনটাই মনে করছে ভারতীয় সেনা। গত ২২ অগস্ট জম্মুর পল্লানওয়ালা সেক্টরে টহলদারির সময়ে বিএসএফের নজরে আসে চাকলা পোস্টের কাছে ধসে গিয়েছে বেশ খানিকটা জমি। তারই প্রেক্ষিতে সেনা আধিকারিকেরা আশঙ্কা করেছিলেন, ওই এলাকা বরাবর হয়তো সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা চলছে। সুড়ঙ্গ-রহস্যের সমাধানের জন্য ঘটনাস্থলে পৌঁছন ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল বিভাগের কর্মীরা। মঙ্গলবার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র এক বিবৃতি দিয়ে বলেন, “জম্মু ডিভিশনের নিয়ন্ত্রণরেখা থেকে জঙ্গি ঢোকাতে ব্যর্থ হয়েই নিয়ন্ত্রণরেখা বরাবর ওই সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা চলছিল।” সাংবাদিকদের তিনি জানিয়েছেন পল্লানওয়ালার কাছে আবিষ্কৃত অসম্পূর্ণ ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য ১৩০-১৫০ মিটার। চওড়ায় আড়াই ফুট, উচ্চতায় প্রায় সাড়ে তিন ফুট। এক উচ্চপদস্থ সেনা আধিকারিকের অভিযোগ, শুধুমাত্র জঙ্গি অনুপ্রবেশই নয়, মাটি থেকে ২০ ফুট নীচের ওই সুড়ঙ্গ মারফত অস্ত্র এবং মাদক পাচারের পরিকল্পনাও ছিল। এর আগে ২০০৮-এ পল্লানওয়ালাতেই আরও একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছিল ভারতীয় সেনা।

পাহাড় লাইন হবে মার্চেই

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

আগামী বছর মার্চের মধ্যেই লামডিং থেকে শিলচর পর্যন্ত পাহাড় লাইনে ব্রডগেজ রেল পরিষেবা চালুর আশ্বাস দিন উত্তর-পূর্ব সীমান্ত রেল। কাজ শেষ করার জন্য অক্টোবর থেকে ৬ মাস ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেলের ইঞ্জিনিয়াররা জানান, মাহুরে ১ হাজার ৬৭৫ মিটার দীর্ঘ সুড়ঙ্গের কাজ প্রায় শেষ। এর পর হাফলঙে ৩ হাজার ৯৫ মিটার সুড়ঙ্গ তৈরির কাজ চলবে। ২১০ কিলোমিটার দীর্ঘ রেলপথে ১৭টি সুড়ঙ্গ এবং ৫০০টি রেলসেতু থাকবে। ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এন ব্রহ্ম জানান, এখন ওই পথে চালু মিটারগেজে অনেক বিপজ্জনক বাঁক রয়েছে। খাদের পাশেও লাইন রয়েছে। ব্রডগেজে এমন ভাবে লাইন পাতা যাবে না।

লগ্নি সংস্থায় ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা • ধুবুরি

মেয়াদ শেষে টাকা না মেলায় ধুবুরির একটি অর্থলগ্নি সংস্থার বন্ধ দরজার তালা ভেঙে ভিতরে ঢ়ুকে ভাঙচুর চালালো একাংশ আমানতকারী। তিনটি কম্পিউটার সেট নিয়ে পালানোর অভিযোগে তিনজন মহিলা সহ মোট ৬ জন আমানতকারীকে বমাল আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধুবুরি শহরের ডিকে রোডের ঘটনা।

জঙ্গি ঢোকাতে সুড়ঙ্গ

পাক-অধিকৃত কাশ্মীর থেকে ভারতে জঙ্গি ঢোকানোর জন্যই পল্লানওয়ালার কাছে খোঁড়া হয়েছিল সুদীর্ঘ সুড়ঙ্গটি। আপাত ভাবে এমনটাই মনে করছে ভারতীয় সেনা। ২২ অগস্ট জম্মুর পল্লানওয়ালা সেক্টরে টহলদারির সময়ে বিএসএফের নজরে আসে এই ধস। তারই প্রেক্ষিতে সেনা আধিকারিকদের আশঙ্কা, ওই এলাকা বরাবর হয়তো সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা চলছে। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “জম্মু ডিভিশনের নিয়ন্ত্রণরেখা থেকে জঙ্গি ঢোকাতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণরেখা বরাবর ওই সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা চলছিল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE