Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

এক বছর ধরে গোটা দেশ জুড়ে জওহরলাল নেহরুর উপর নানা ধরনের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকারের সংস্কৃতি মন্ত্রক। এ বছর নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী। যোজনা কমিশনের বিলোপ কিংবা ইউপিএ সরকারের বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন-সহ একাধিক ক্ষেত্রে মোদী সরকারের সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে।

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৬
Share: Save:

স্মরণে নেহরু, আয়োজনে মোদী সরকার

নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

এক বছর ধরে গোটা দেশ জুড়ে জওহরলাল নেহরুর উপর নানা ধরনের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকারের সংস্কৃতি মন্ত্রক। এ বছর নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী। যোজনা কমিশনের বিলোপ কিংবা ইউপিএ সরকারের বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন-সহ একাধিক ক্ষেত্রে মোদী সরকারের সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে। এরই মধ্যে নেহরুকে নিয়ে এনডিএ সরকারের এই নতুন কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। পাশাপাশি, গজল শিল্পী বেগম আখতারের একশো বছর পূর্তি হচ্ছে অক্টোবরে। এই উপলক্ষে গায়িকার জন্মভূমি ফৈজাবাদ ছাড়াও তাঁর অন্যতম কর্মভূমি কলকাতাতেও একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। তাঁর গানের অ্যালবামও প্রকাশ করার চিন্তা-ভাবনা করছে কেন্দ্র। এ ছাড়া, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বজবজে পুলিশি অত্যাচারের ঘটনাকে মনে রেখেও পৃথক কর্মসূচি রয়েছে কেন্দ্রের। অভিবাসন নীতির কারণে জাপানি জাহাজ কোমাগাচা মারু-র যাত্রীদের ভ্যাঙ্কুভারের মাটিতে পা রাখতে দেয়নি তৎকালীন কানাডা সরকার। জাহাজটিকে বজবজে ফিরে আসতে বাধ্য করা হয়। একে জাপানি জাহাজ, তায় বিশ্বযুদ্ধ চলছে। সেই কারণেই কোনও ঝুঁকি নিতে চায়নি ব্রিটিশ প্রশাসন। জাহাজটি বজবজের জেটিতে ভিড়তেই ব্রিটিশ পুলিশ শিখ যাত্রীদের গ্রেফতার করতে উদ্যোগী হয়। বাধা দেন যাত্রীরা। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। পুলিশের গুলিতে মারা যান ১৯ জন শিখ যাত্রী। বাকিদের গ্রেফতার করা হয়। ১৯১৪-র সেই ঘটনার পরে কেটে গিয়েছে একশো বছর। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এ বছর ওই ঘটনার শতবার্ষিকী পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যৌথ ভাবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে কলকাতা ও অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়।

বিনিয়োগে প্রত্যাশা মেটাল না বেজিং

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

প্রত্যাশা ছিল ১০ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের। প্রতিশ্রুতি পাওয়া গেল পাঁচ বছরে ২ হাজার কোটি ডলার বিনিয়োগের। চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সফরে বাণিজ্য আলোচনার ফল এটাই। মোদী সরকারের বিদেশনীতিতে বরাবরই বাণিজ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চিনফিংয়ের সফরে দ্বিপাক্ষিক বাণিজ্যকে গুরুত্ব দেওয়া নিয়ে ঢাকঢোল পেটানো হয়েছিল বিস্তর। সরকারি সূত্রে খবর, চিনা দূতাবাস থেকেও রটিয়ে দেওয়া হয় এই সফরে ভারতে ১০ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেবে বেজিং। এই বিনিয়োগ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে করা হবে বলেও চিনা দূতাবাস সূত্রে রটানো হয়। সরকারি ভাবে অবশ্য চিন এ নিয়ে মন্তব্য করেনি। কিন্তু প্রত্যাশার পারদ চড়েছিল সরকারের অন্দরেও। শেষ পর্যন্ত অবশ্য পাঁচ বছরে ২ হাজার কোটি ডলার বিনিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রকের সঙ্গে চুক্তি করেছে চিনা বাণিজ্য মন্ত্রক। তা ছাড়া আরও কিছু ক্ষেত্রে বিনিয়োগের জন্য মউ স্বাক্ষরিত হয়েছে। তাতে চিন কত বিনিয়োগ করবে তা এখনও স্পষ্ট নয়। তবে সব মিলিয়েও যে বিনিয়োগের পরিমাণ ১০ হাজার কোটি ডলারের কাছাকাছি যাবে না তা স্পষ্ট। জাপান সফরে গিয়ে সাড়ে তিন হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছিলেন মোদী। চিনা প্রেসিডেন্টের সফর নিয়ে হইচইয়ের পরে বিনিয়োগের প্রতিশ্রুতির বহর দেখে তাই হতাশ সংশ্লিষ্ট সব শিবিরই। কোনও রাষ্ট্রপ্রধানের সফরে বাণিজ্যকে গুরুত্ব দিলে তাঁর সঙ্গে বৈঠকে ডাকা হয় শিল্পমহলের প্রতিনিধিদের। এ বার সব বণিকসভার প্রতিনিধি নিয়ে কোনও যৌথ মঞ্চ গঠন করেনি কেন্দ্র। চিনফিংয়ের সঙ্গে শিল্পমহলের প্রতিনিধির কথা বলার ব্যবস্থাও করা হয়নি। চিনা দূতাবাস সূত্রে অবশ্য এখন জোর গলায় দাবি করা হচ্ছে, ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনার কথা বলেনি চিন। অন্য কেউ ‘গুজব ছড়িয়েছে’।

অজিতের পাশে দাঁড়াল কংগ্রেস

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকার যখন প্রাক্তন বিমানমন্ত্রী অজিত সিংহের উপরে চাপ বাড়িয়েছে, তখন এই জাঠ নেতার পাশে দাঁড়াল কংগ্রেস। দলের মুখপাত্র সলমন খুরশিদ শুক্রবার বলেন, “অভব্য আচরণ করছে সরকার। সরকারি বাসভবন এমনিতেই হয়তো ছেড়ে দিতেন অজিত। কিন্তু তার আগেই বাড়ির জল ও বিদ্যুতের লাইন কেটে দেওয়া অভদ্রতা ছাড়া কিছুই নয়।” বিশেষজ্ঞদের মতে, লোকসভা ভোটে কংগ্রেস হরিয়ানায় জাঠ ভোট হারিয়েছে। বিধানসভায় তা ফিরে পেতেই তারা জাঠ নেতা অজিতের পাশে দাঁড়িয়েছে। অজিতের দাবি, লুটিয়েন দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের বাড়িটি তিনি ছেড়ে দেবেন ঠিকই, কিন্তু ওই বাড়িতে তাঁর বাবা তথা প্রয়াত প্রধানমন্ত্রী চরণ সিংহের সংগ্রহশালা তৈরি করতে হবে। তাঁর অভিযোগ, সাংসদ না হওয়া সত্ত্বেও সরকারি বাসভবন আটকে রেখেছেন যশোবন্ত সিংহ ও শাহনওয়াজ হুসেন। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু বলেন, “সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার জন্য নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেই আমলারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন।”

কয়লাখনি মামলায় সিদ্ধান্তে না

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

সিবিআই প্রধান রঞ্জিত সিন্হার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাই কয়লা কেলেঙ্কারি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিবিআইকে নিষেধ করল সুপ্রিম কোর্ট। সম্প্রতি সিবিআই প্রধানের বাড়ির একটি রেজিস্টার জমা দিয়েছেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর অভিযোগ, ওই রেজিস্টারে টুজি, কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্তদের নাম রয়েছে। নিজের বাড়িতে অভিযুক্তদের সঙ্গে বৈঠকের পরে তাঁদের আড়াল করার চেষ্টা করেছেন সিবিআই প্রধান। সুপ্রিম কোর্টের অন্য বেঞ্চে বিষয়টির শুনানি হচ্ছে। প্রধান বিচারপতি আর এম লোঢার বেঞ্চে আবার কয়লা কেলেঙ্কারির তদন্ত থেকে রঞ্জিতকে সরানোর আর্জি জানিয়েছিলেন ভূষণ। সেই আর্জির শুনানিতেই শুক্রবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। ভূষণের জমা দেওয়া রেজিস্টারে বিতর্কিত রফতানিকারক মইন কুরেশির নামও রয়েছে। শুক্রবার তাঁর বিরুদ্ধে আয়কর তদন্তের রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত।

গুলিতে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

হাতি তাড়াতে গুলি ছুঁড়ছিলেন বনরক্ষীরা। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গুলিতে মৃত্যু হল এক বাগান শ্রমিকের। পুলিশ জানায়, কয়েক দিন আগে গোহপুরে ঢুকেছিল এক দল বুনো হাতি। কাল তারা ভোলাগুড়ি চা বাগানে ঢুকে পড়ে। হাতি তাড়াতে হাজির হন বনরক্ষীরা। শূন্যে গুলি চালান। একটি গুলি ভীমলালের বুকে লাগে। পরে তেজপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্লীলতাহানির দায়ে ধৃত আইপিএস

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

লিঙ্গ সচেতনতা নিয়ে জাতীয় কর্মশালায় তিনি ছিলেন অসমের প্রতিনিধি। পুলিশ মেডেলও জিতেছিলেন। শ্লীলতাহানির দায়ে গত কাল গ্রেফতার হল অসম পুলিশের বন সুরক্ষা বাহিনীর সেই কম্যান্ডান্ট। পুলিশ জানায়, ধৃতের নাম মিহির জ্যোতি গোস্বামী। গুয়াহাটির জি এস রোডের একটি বিউটি পার্লারের মালিক অভিযোগ করেন, ১৬ সেপ্টেম্বর মত্ত অবস্থায় সেখানে যান মিহিরবাবু। ওই মহিলাকে অশালীন প্রস্তাব দেন। দিসপুর থানার পুলিশ পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। অভিযোগ, এক পুলিশকর্মীর লাঠি কেড়ে নিয়ে ওই মহিলাকে মারধর করার চেষ্টা করেন মিহিরবাবু।

চিনফিং-এর নাম ভুল, শাস্তি সাংবাদিককে

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

চিনের প্রেসিডেন্টের নাম ভুল বলায় সাসপেন্ড করা হয়েছে এক টেলিভিশন সংবাদ উপস্থাপককে। চিনা প্রেসিডেন্ট শি চিনফিং দু’দিনের ভারত সফর সেরে এ দিনই দেশে ফিরেছেন। সে খবরই বুধবার উপস্থাপনা করছিলেন এক মহিলা। প্রেসিডেন্ট শি চিনফিংয়ের নামের প্রথম শব্দটির বানান এক্সআই। এর সঙ্গে রোমান ১১ সংখ্যাটির মিল রয়েছে। দূরদর্শনের এক সংবাদপাঠক তা বুঝতে না পেরে শি চিনফিংকে ‘ইলেভেন চিনফিং’ বলে সম্বোধন করে বসেন। এই ‘ক্ষমার অযোগ্য ভুল’-এর জন্য কয়েক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে ওই মহিলাকে।

বিলের প্রশংসা

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে জনধন যোজনা ও নিকাশি উদ্যোগের প্রশংসা করলেন বিল গেটস। ৪টি নয়া প্রতিষেধক ব্যবহার নিয়েও কেন্দ্রের প্রশংসা করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE