Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

চিনা বাজির রমরমা ঠেকাতে কড়া হল কেন্দ্র। বাইরের দেশ থেকে বাজি আমদানি করা বা তা বিক্রি করা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করল কেন্দ্র। এ ধরনের বেআইনি বাজিতে এমন রাসায়নিক থাকে যাতে বড় বিস্ফোরণ ঘটতে পারে।

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪২
Share: Save:

বেআইনি বাজি

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

চিনা বাজির রমরমা ঠেকাতে কড়া হল কেন্দ্র। বাইরের দেশ থেকে বাজি আমদানি করা বা তা বিক্রি করা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করল কেন্দ্র। এ ধরনের বেআইনি বাজিতে এমন রাসায়নিক থাকে যাতে বড় বিস্ফোরণ ঘটতে পারে। শিল্প নীতি এবং প্রচার দফতরের নজরে সম্প্রতি আনা হয়েছে বিষয়টি। বলা হয়েছে, বিদেশ থেকে আনা বাজি ভারতে বিক্রি করা আইনত অপরাধ। ধরা পড়লে জেল হতে পারে।

বাসের ছাদে তার, পলামুতে মৃত ৫

নিজস্ব সংবাদদাতা • রাঁচি

তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকেছিল দূরপাল্লার বাসটি। সেটির ছাদে অন্য জিনিসের সঙ্গে ছিল এক সওয়ারির মোটরসাইকেল। মোটরসাইকেলের হাতলে বিদ্যুৎবাহী হাইটেনশন তার জড়িয়ে যায় মাঝরাস্তায়। মুহূর্তে আগুন ছড়ায় বাসে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় এক শিশু-সহ পাঁচ যাত্রীর। গত কাল পলামুর বিশ্রামপুরের নওয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বাসটি ছত্তীসগঢ় থেকে বিহারের ঔরঙ্গাবাদে যাচ্ছিল।

ইউজিসির নির্দেশ

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

মার্কশিট, জন্ম শংসাপত্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথি এ বার থেকে প্রয়োজনে নিজেরাই প্রত্যয়িত (সেল্ফ অ্যাটেসটেড) করতে পারবেন পড়ুয়ারা। সমস্ত বিশ্ববিদ্যালয়কে স্ব-প্রত্যয়িত শংসাপত্র গ্রহণ করার নির্দেশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কথা বলে তাঁদের এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষের করার নির্দেশ দিয়েছে ইউজিসি। ইউজিসির বক্তব্য, এত দিন পর্যন্ত গেজেটেড অফিসারদের দিয়ে শংসাপত্র অ্যাটেসটেড বা প্রত্যয়িত করার যে নিয়ম ছিল তাতে হয়রানির মুখে পড়তেন ছাত্ররা। তা বন্ধ করতেই এই ব্যবস্থা।

ভগত সিংহের বোন

সংবাদ সংস্থা • টরন্টো

মারা গেলেন ভগত সিংহের ছোট বোন প্রকাশ কউর। পঞ্জাব সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রবিবার ৯৫ বছর বয়সে কানাডায় মৃত্যু হয়েছে তাঁর।

অফিস পরিষ্কার কি, আচমকা হানা মন্ত্রীর

পরিষ্কার রয়েছে কি না জানতে দিল্লির দু’টি ডাকঘরে সোমবার আচমকা হানা দিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। গিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ সত্ত্বেও যথেষ্ট অপরিষ্কার রয়েছে দু’টি ডাকঘর। ফলে ডাক বিভাগের কর্তাব্যক্তিদের কপালে জুটল মন্ত্রীমশাইয়ের কড়া ধমক। সোমবার গোল ডাকখানা এবং লোধি রোডের ডাকঘরে যান রবিশঙ্কর। গিয়ে দেখেন দু’টি অফিসেরই সব ক’টি আলমারি ধুলোভর্তি। প্রতিটি ঘরের তাকে, ফাইলে জমেছে ঝুল। তাই দেখে চটে লাল রবিশঙ্কর ডাক বিভাগের কর্তাদের বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব দেশের সমস্ত পোস্ট অফিস যেন সাফসুতরো হয়ে যায়।” তিনি জানান, মোদীর স্বচ্ছ ভারত প্রকল্পের সাফল্যের জন্যই এটা করা দরকার। পোস্টাল বোর্ডের সদস্য অঞ্জলি দেবাশের জানিয়েছেন, সাফাই অভিযান শুরু হয়ে গিয়েছে। এক মাসের মধ্যেই তার রিপোর্ট মন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।

মারা গেলেন কবিতা কারকারে

হেমন্ত কারকারের স্ত্রী কবিতা কারকারে মারা গেলেন। মুম্বইয়ের একটি হাসপাতাল সূত্রের খবর, শনিবার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে কোমায় চলে যান। সোমবার সকালে মৃত্যু হয়েছে ৫৭ বছরের কবিতার। তাঁর পরিবারের তরফে দেহদানের সম্মতি মিলেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ২৬/১১ মুম্বই হামলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন মহারাষ্ট্র সন্ত্রাস দমন স্কোয়াডের প্রধান হেমন্ত কারকারে। তার পর বিভিন্ন সময়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিতে সরব হয়েছিলেন হেমন্তের স্ত্রী কবিতা।

অসুস্থ জেটলি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে এইমসের কার্ডিও-থোরাসিক অ্যান্ড নিউরোসায়েন্স সেন্টারের ‘আইসোলেশন’ বিভাগে স্থানান্তর করা হল। এইমস সূত্রের খবর, সম্প্রতি মধুমেহ নিয়ন্ত্রণে একটি অস্ত্রোপচার হয় জেটলির। অস্ত্রোপচারের পরেই একটি সংক্রমণ হয়েছে তাঁর। সেই কারণেই আলাদা জায়গায় সরানো হয়েছে তাঁকে। তবে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রের খবর, আগামী মাসেই মার্কিন সফরের কথা ছিল জেটলির। অসুস্থতার কারণে সফর স্থগিত হয়েছে।

জল সরছে

হড়পা বান এবং ধসে মেঘালয়ে মৃত কমপক্ষে ৫২ জন। নষ্ট হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকার সম্পত্তি। এ কথা জানান রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী রয়ত্রে সি লালু। অসমের কামরূপ এবং গোয়ালপাড়ায় বন্যার ক্ষয়ক্ষতি দেখতে একটি মন্ত্রিগোষ্ঠী গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ত্রাণ এবং পুনর্বাসনের জন্য কেন্দ্রের কাছে ২ হাজার কোটি টাকা সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। ইতিমধ্যেই অসম ও মেঘালয়ে বন্যায় নিহতদের পরিজনদের ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজের গুলিতে

নিজের সার্ভিস রিভলবারের গুলিতে মৃত এক বিএসএফ জওয়ান। পুলিশ জানায়, তাঁর নাম ঈশ্বর সিংহ পুনিয়া। শনিবার রাতে কমলপুরের বিলাসপুরের শিবিরের ঘটনা। প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE