Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা নিয়ে কাল, বৃহস্পতিবার রেলেও সাফাই অভিযান শুরু হচ্ছে। রেলের তিন জোন পূর্ব, দক্ষিণ-পূর্ব ও মেট্রোর সদর দফতর কলকাতায়। সব জোনই আলাদা ভাবে ট্রেন, প্ল্যাটফর্ম, অফিসে ওই অভিযান চালাবে। ২ অক্টোবর, গাঁধী-জয়ন্তীর দিন দিল্লিতে সাফাই অভিযানের শপথ নেবেন মোদী। তার পরে সব রাজ্যের নেতানেত্রী, প্রশাসনের কর্মীদেরও সাফাইয়ে নামতে অনুরোধ করা হয়েছে।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০৩:০০
Share: Save:

সাফাই অভিযান রেলেও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা নিয়ে কাল, বৃহস্পতিবার রেলেও সাফাই অভিযান শুরু হচ্ছে। রেলের তিন জোন পূর্ব, দক্ষিণ-পূর্ব ও মেট্রোর সদর দফতর কলকাতায়। সব জোনই আলাদা ভাবে ট্রেন, প্ল্যাটফর্ম, অফিসে ওই অভিযান চালাবে। ২ অক্টোবর, গাঁধী-জয়ন্তীর দিন দিল্লিতে সাফাই অভিযানের শপথ নেবেন মোদী। তার পরে সব রাজ্যের নেতানেত্রী, প্রশাসনের কর্মীদেরও সাফাইয়ে নামতে অনুরোধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের সব স্তরের আমলাদের এই কাজে যোগ দিতে আর্জি জানিয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল। ওড়িশা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা আসছেন। তবে বাংলার মুখ্যমন্ত্রীর কোনও বার্তা পূর্ব রেলের সদরে পৌঁছয়নি। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদার জানান, এই জোনের সব ডিভিশনে সাফাই অভিযান হবে। সচেতনতা বাড়াতে ব্যানার, লিফলেটও ব্যবহৃত হচ্ছে।

গ্রেফতার আইএএস অফিসার

সাসপেন্ড হওয়া আইএএস অফিসার প্রদীপ শর্মাকে মঙ্গলবার গ্রেফতার করল গুজরাতের দুর্নীতি দমন শাখা। নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় ফোনে আড়ি পাতার একটি ঘটনাকে কেন্দ্র করে সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন এই অফিসার। প্রদীপ শর্মার বিরুদ্ধে অভিযোগ, তিনি কচ্ছের কালেক্টর থাকাকালীন টাকার বিনিময়ে এক সংস্থাকে বিশেষ সুবিধে পাইয়ে দিয়েছিলেন। গুজরাতে মোদীর শাসনকালে এক মহিলা স্থপতির উপর নজরদারি চালানোর বিষয়ে মোদী ঘনিষ্ঠ অমিত শাহ ও উচ্চপদস্থ পুলিশ কর্তার টেলিফোনে কথোপকথন প্রকাশ হয়ে যায়। এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আদালতে যান প্রদীপ শর্মা। কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হয়নি।

আহত মন্ত্রী

জনতার ছোড়া পাথরে জখম বিহারের সংস্কৃতি এবং যুব-বিষয়ক মন্ত্রী বিনয় বিহারি। সোমবার রাতে রোহতাসের একটি অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মন্ত্রীর গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। খণ্ডযুদ্ধে আহত হয় আরও কয়েক জন। অনুষ্ঠানে হাজির জনপ্রিয় এক ভোজপুরি গায়কের কাছে পৌঁছনোর জন্য মঞ্চে উঠতে যায় কয়েক জন। বাধা দেয় পুলিশ। তাতেই গোলমাল শুরু হয়।

তদন্তে গলদ

কয়লা খনি বণ্টন মামলার তদন্তে বেশ কিছু গলদ রয়ে গিয়েছে। মঙ্গলবার ওই তদন্তে সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল দিল্লির একটি আদালত। তদন্তের প্রাথমিক নিয়মকানুন মানা হয়নি বলেও ভর্ৎসনা করে কোর্ট। কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়। পাশাপাশি বিশেষ সিবিআই বিচারক ভরত পরাশর এ দিন সিবিআই প্রধান রঞ্জিত সিন্হা-সহ আরও কয়েক জন ডিআইজিকে এ নিয়ে উপযুক্ত পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন।

গাঁধী জয়ন্তীর আগে। মঙ্গলবার আগরতলায়। ছবি: বাপি রায়চৌধুরী

মুম্বইয়ের একটি মণ্ডপে রানি মুখোপাধ্যায়। ছবি: এএফপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE