Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন ১১ জন। এঁদের মধ্যে ন’জন মহিলা। গুরুতর জখম হয়েছেন সাত জন। সোমবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার বাকাটিপ্পা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ কাকিনাড়া শহরের কাছে বাকাটিপ্পা গ্রামের ওই বাজি কারখানায় আচমকাই বিস্ফোরণ হয়। সে সময় আঠারো জন কর্মী কাজ করছিলেন। ঘটনাস্থলে যান পূর্ব গোদাবরীর জেলাশাসক নীতু প্রসাদ।

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৪ ০২:৫১
Share: Save:

বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১১

সংবাদ সংস্থা • হায়দরাবাদ

বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন ১১ জন। এঁদের মধ্যে ন’জন মহিলা। গুরুতর জখম হয়েছেন সাত জন। সোমবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার বাকাটিপ্পা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ কাকিনাড়া শহরের কাছে বাকাটিপ্পা গ্রামের ওই বাজি কারখানায় আচমকাই বিস্ফোরণ হয়। সে সময় আঠারো জন কর্মী কাজ করছিলেন। ঘটনাস্থলে যান পূর্ব গোদাবরীর জেলাশাসক নীতু প্রসাদ। তিনি জানিয়েছেন, হঠাৎ করেই বিস্ফোরণে কারখানা কেঁপে ওঠে। ন’জন মহিলা-সহ এগারো জন কর্মীর মৃত্যু হয়। গুরুতর জখম সাত জনকে কাকিনাড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় দু’ঘণ্টা লড়াইয়ের পরে আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা। আহত এক জনের কথায়, “কিছু বুঝে ওঠার আগেই গোটা ব্যাপারটা ঘটে গেল। বিস্ফোরণের জেরে ছিটকে দূরে সরে গিয়েছিলাম।”পূর্ব গোদাবরী জেলার পুলিশ সুপার এম রবিপ্রকাশ জানিয়েছেন, বিস্ফোরণে মৃতদেহগুলি পুড়ে কালো হয়ে গিয়েছিল। তিনি আরও জানিয়েছেন, ন’জন ঘটনাস্থলেই মারা যান। অন্য দু’জন হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বাজি বানানোর সময়ে কোনও রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণ হয়। ফরেন্সিক বিশেষজ্ঞেরা ঘটনাস্থলে গিয়েছেন। বাজি কারখানাটি কোনও ভাবে দমকল বিধি লঙ্ঘন করেছিল কি না, সে ব্যপারে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

ঘাড় ভেঙে মৃত্যু মিজোরামের যুবকের

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

জাতীয় লিগে খেলার স্বপ্ন ছিল ওই তরুণের। আইএসএল প্রতিযোগিতা নিয়েও মেতে ছিলেন মিজোরামের পিটার বিয়াকসাংজুয়ালা (২৩)। গত কাল স্থানীয় ক্লাবের খেলায় গোল করার আনন্দে বিদেশি ফুটবলারের মতো ডিগবাজি দিতে গিয়ে ঘাড় মটকে তাঁর মৃত্যু হল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মায়ানমারের সীমান্ত ঘেঁষা মিজোরামের খাওজাওল শহরের বাসিন্দা পিটার ছিলেন ফুটবলের অন্ধ ভক্ত। ছোট থেকেই তিনি ফুটবল খেলতেন। জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখতেন। গত কাল স্থানীয় ক্লাবের খেলায় একটি গোল দেন। এর পর আনন্দে মাঠে ডিগবাজি দিতে যান। কিন্তু শরীরের ভারসাম্য ঠিকমতো রাখতে পারেননি। তাঁর ঘাড় মাটিতে পড়ে। না বুঝতে পেরে বেহুঁশ পিটারের উপরে দলের অন্যেরা ঝাঁপিয়ে পড়েছিলেন। পিটার সাড়া না দেওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তত ক্ষণে সব শেষ। মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লাল থানজারা বলেন, “পিটার ভাল খেলোয়াড় ছিল। ওঁকে বাঁচানো গেল না।”অন্য দিকে, গত কাল গুয়াহাটিতে আইএসএল-এর খেলা চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত গোয়ালপাড়ার দরংগিরির বাসিন্দা রন্টু বসুমাতারি আচমকা বুকে ব্যথা অনুভব করেন। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ট্রেনের খালি কামরায় আগুন মহিলার গায়ে

সংবাদ সংস্থা • কান্নুর

এক্সপ্রেস ট্রেনের ফাঁকা কামরায় এক মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা করল এক ব্যক্তি। গুরুতর আহত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার কেরলের কান্নুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, আজ ভোর পাঁচটা নাগাদ ছাড়ার কথা ছিল কান্নুর-এর্নাকুলাম এগ্জিকিউটিভ এক্সপ্রেসের। ট্রেন ছাড়ার মিনিট কুড়ি আগে হঠাৎই স্টেশন চত্বরে দাঁড়ানো লোক জন লক্ষ করেন, ওই ট্রেনের একটি খালি কামরা থেকে চিৎকার করছেন এক মহিলা। তাঁর সর্বাঙ্গ আগুনে পুড়ছে। তাঁকে কোনও মতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, আহত ওই মহিলার নাম ফতিমা। বয়স ৪১। তিনি কোঝিকোড়ের বাসিন্দা। তাঁকে প্রথম কান্নুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে কোঝিকোড়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ফতিমার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। যে ব্যক্তি ফতিমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, সে গোলমালের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ, একটি মদের বোতল থেকে পুরো মদটা ঢেলে সে ফতিমার শরীরে আগুন লাগিয়ে দেয়। পুলিশ ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে। স্টেশনে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন ঢোকার কিছু ক্ষণ আগে পর্যন্ত ফতিমা এবং ওই ব্যক্তিকে ঝগড়া করতে দেখা যায়। কিন্তু সবার চোখ এড়িয়ে ফাঁকা কামরায় ঢুকে ওই ব্যক্তি কী ভাবে আগুন লাগাল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পরে ওই নির্দিষ্ট কামরাটি বাদ দিয়ে ট্রেনটি চালানো হয় বলে রেল সূত্রে খবর। গোটা ঘটনায় ট্রেনের কামরাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গিয়েছে দু’টি আসন।

ভারত-নেপাল সীমান্তে সিসিটিভির নজরদারি

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসিটিভি লাগানোর কথা ঘোষণা করল সশস্ত্র সীমা বল (এসএসবি)। সোমবার সকালে এসএসবি-র ডিজি বংশীধর শর্মা শিলিগুড়ির উপকণ্ঠে রানিডাঙায় সাংবাদিক বৈঠকে বলেন, “ভারত-নেপাল এবং ভারত-ভুটান সীমান্ত অবাধ খোলা সীমান্ত। আমরা সজাগ। তবে নেপাল সীমান্তের কিছু অসামাজিক কাজকর্ম দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অবশ্যই চিন্তার বিষয়। আমরা নানা ব্যবস্থা নিচ্ছি। সীমান্ত পারাপারের জায়গায় সিসিটিভি বসানো, গোয়েন্দা শাখাকে মজুবত করা এবং সীমান্তের বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক বাড়ানো তার মধ্যে অন্যতম।” এ দিন এসএসবি-র ডিজি সীমান্তের একাংশ বাসিন্দাদের ‘সক্রিয়তা’কে কাজে লাগাতে একটি টোল ফ্রি নম্বরের (১৮০০-৩৪৫-৩২৫৭) ঘোষণাও করেছেন। তিনি জানান, ইতিমধ্যে দুই সীমান্তের পানিট্যাঙ্কি, পশুপতি ফটক, বিন্দু, চামূর্চি এবং জয়গাঁ এলাকায় সিসিটিভি বসানো হয়েছে। আরও সীমান্ত চৌকি এবং ট্রানজিট পয়েন্টে তা বসানোর প্রক্রিয়া চলছে।

অসমে খুন শিক্ষক

স্কুল চত্বরেই প্রধান শিক্ষককে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় এক যুবক। যোরহাট জেলার লিচুবাড়ির ঘটনা। পুলিশ জানায়, বরভেটার নমুনাবাগান নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিজেন্দ্রনাথ গগৈকে (৫২) ছাত্রদের সামনেই গুলি করে পালায় ওই দুষ্কৃতী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ আততায়ীকে খুঁজছে। দ্বিজেনবাবুর স্ত্রীর সঙ্গে অন্য এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার জেরেই ঘটনা কি না, তা দেখা হচ্ছে।

উত্তর-পূর্বে হারল বিজেপি

মোদী ঝড়ের দাপট উধাও উত্তর-পূর্বের তিন রাজ্যের উপনির্বাচনে। অরুণাচলের কানুবাড়ি, মণিপুরের হিয়াংলাংগাম ও নাগাল্যান্ডের উত্তর আঙ্গামি-২ নম্বর আসনে পরাজিত হল বিজেপি। অরুণাচল ও মণিপুরে জিতল কংগ্রেস। নাগাল্যান্ডে শাসক দল এনপিএফ। মণিপুরে জিতলেন কংগ্রেসের দ্বিজমণি এলাংবাম। দ্বিতীয় স্থানে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম ইয়ুমনাম।

বিজেপির বনধ

আইনশৃঙ্খলার অবনতি, মহিলাদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের অভিযোগে বিজেপির ডাকা ১২ ঘণ্টার কাছাড় বনধে কয়েকটি বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা ঘটেছে। সোমবার শহরে বন্ধ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে পুলিশের দিকে ইট-পাথর ছোঁড়া হয়। এসপি দিগন্ত বরা জানান, শূন্যে ৩ রাউন্ড রবার বুলেট চালানো হয়। বিভিন্ন জায়গা থেকে শ’দুয়েক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছিল।

দুর্নীতির নালিশ

ত্রিপুরার বিশালগড়ে কেন্দ্রীয় এনরেগা প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস। রাজ্যের বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মণের দাবি, গত দুই আর্থিক বছরে রাজ্য সরকারের অডিট রিপোর্টে জানানো হয়, বিশালগড় ব্লকের ৩৬টি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের টাকা হিসেব বহির্ভূত ভাবে খরচ করা হয়েছিল। গ্রামোন্নয়ন দফতরের কাছে এ সংক্রান্ত ভুল রিপোর্ট পাঠানো হয়।

ত্রিপুরায় বাংলাদেশি চাল

বাপি রায়চৌধুরীর তোলা ছবি।

বাংলাদেশের আশুগঞ্জ বন্দর থেকে সড়কপথে আরও ৭৭ মেট্রিক টন চাল ঢুকল ত্রিপুরায়। সোমবার লরি আখাউড়া চেক-পোস্ট গিয়ে ভারতে প্রবেশ করে। বিএসএফ জওয়ানদের ছাড়পত্র পাওয়ার পর তা নন্দননগরের ভারতীয় খাদ্য নিগমের (এফসিআই) গুদামে নিয়ে যাওয়া হয়। অন্ধ্রপ্রদেশ থেকে ত্রিপুরার জন্য জাহাজে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠিয়েছিল এফসিআই। এর আগে ৫ হাজার মেট্রিক টন চাল ওই পথেই ত্রিপুরায় পৌঁছেছে। দ্বিতীয় দফায় এ দিন থেকে বাকি চাল রাজ্যে ঢুকতে শুরু করল।

নতুন শ্রম নীতির বিরুদ্ধে

মোদী সরকারের নতুন শ্রম নীতির বিরুদ্ধে দিল্লিতে ধর্নায় বসছে বাম ও অ-বাম, সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। সেই প্রতিবাদে সঙ্ঘ পরিবার প্রভাবিত শ্রমিক সংগঠন বিএমএস-ও সামিল হবে বলে বাম শ্রমিক নেতৃত্বের বক্তব্য। ৫ ডিসেম্বর দেশ জুড়ে বিক্ষোভও হবে। প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর সরকারের নয়া শ্রম সংস্কারের নীতি ঘোষণা করেছেন। ফলে স্থায়ী শ্রমিক নিয়োগে আরও বাধা পড়বে, ছাঁটাইয়ের ক্ষেত্রে আরও বেপরোয়া সিদ্ধান্ত নেওয়া যাবে বলে অভিযোগ। এআইটিইউসি-র সাধারণ সম্পাদক গুরুদাস দাশগুপ্তের বক্তব্য, “লগ্নি আসুক, আমরা সবাই চাই। কিন্তু লগ্নির নামে এখানে শ্রমিক স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে।”

বাংলাদেশের স্পিকার শিরিন চৌধুরীর সঙ্গে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। সোমবার নয়াদিল্লিতে পিটিআইয়ের ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story desh tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE