Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

দাদা-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল গত কাল। তার জেরে বোনকে গুলি করে খুন করল দাদা। উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, এর পিছনেও রয়েছে সেই পরিবারের সম্মান রক্ষার ঘটনা। বছর কুড়ির তরুণী রিনা দেড় মাস আগে পালিয়ে গিয়েছিলেন প্রেমিক ইউনুসের সঙ্গে। বোনকে অপহরণ করা হয়েছে এই অভিযোগে ইউনুসের বাবা আসিফ-সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে রিনার দাদা আশরফ।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৪ ০৩:০৯
Share: Save:

ফের সম্মান রক্ষার নামে বোনকে খুন

সংবাদ সংস্থা • মেরঠ

দাদা-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল গত কাল। তার জেরে বোনকে গুলি করে খুন করল দাদা। উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, এর পিছনেও রয়েছে সেই পরিবারের সম্মান রক্ষার ঘটনা। বছর কুড়ির তরুণী রিনা দেড় মাস আগে পালিয়ে গিয়েছিলেন প্রেমিক ইউনুসের সঙ্গে। বোনকে অপহরণ করা হয়েছে এই অভিযোগে ইউনুসের বাবা আসিফ-সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে রিনার দাদা আশরফ। পনেরো দিন পর নিজে বাড়ি ফিরে আসেন ওই তরুণী। মামলা আদালতে উঠলে বিচারককে তিনি জানান, নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়েছিলেন। আশরফের সঙ্গে এর পর থেকে প্রায়ই ঝামেলা হতো বোনের। সোমবার কথা-কাটাকাটি হয় দুই ভাই-বোনের। তার পরই বোনকে গুলি চালায় আশরফ। বাবা নুসরত আলি ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। ভিন্ জাতের ছেলেকে বিয়ে করার অপরাধে এক সপ্তাহ আগেই দিল্লির কলেজ ছাত্রী ভাবনা যাদবকে খুনের অভিযোগ উঠেছিল খোদ মা-বাবার বিরুদ্ধে। প্রমাণ লোপাট করতে তড়িঘড়ি মেয়ের দেহ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্যও সেরে ফেলে ওই দম্পতি। এক সপ্তাহ কাটেনি পরিবারের সম্মানরক্ষার্থে খুনের ঘটনা ফের সামনে এল। ক্রমশ বাড়তে থাকা হিংসা নিয়ে উদ্বিগ্ন অভিনেতা নানা পাটকর। এক তুতো বোনের বিয়ের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন “ভিন্ ধর্মে বিয়ে করবে বলে যখন বোন জানিয়েছিল, বাড়ির সবাই বেঁকে বসেছিল। এতে যে কোনও ভুল নেই, সবাইকে পরে বোঝাই আমিই।”

কটাক্ষ কংগ্রেসের

প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে তাঁর কী নিরাপত্তা ও সুবিধে প্রাপ্য তা জানতে চেয়ে সোমবারই তথ্যের অধিকার আইনের অধীনে আর্জি জানান নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন। সেই ঘটনা নিয়ে মোদীকে কটাক্ষ করতে নামল কংগ্রেস। দলের মুখপাত্র শাকিল আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর স্ত্রী-কে নিয়ে মন্তব্য করতে সঙ্কোচ হচ্ছে। তবে মোদী যদি তাঁর স্ত্রীকে নিজের সঙ্গে রাখতেন তা হলে হয়তো যশোদাবেনকে এত কাঠখড় পোড়াতে হত না।” গুজরাতের কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রির মতে, এটি নিয়ে রাজ্যসভায় আলোচনা হওয়া উচিত। তাঁর কথায়, “প্রধানমন্ত্রীর স্ত্রীই যদি নিরাপত্তার অভাব বোধ করেন তা হলে কী বার্তা যাবে গোটা দেশে!”

দোষী সাত

ডুবোজাহাজ আইএনএস সিন্ধুরত্নে দুর্ঘটনায় দোষী সাব্যস্ত হলেন সাত নৌ-সেনা অফিসার। ২৬ ফেব্রুয়ারি মুম্বইয়ে প্রশিক্ষণ চলাকালীন আগুন লাগে ডুবোজাহাজটিতে। মারা যান দুই অফিসার। লাগাতার দুর্ঘটনার নৈতিক দায় স্বীকার করে সে দিনই সন্ধ্যায় পদত্যাগ করেন নৌ-সেনা প্রধান, অ্যাডমিরাল দেবেন্দ্রকুমার জোশী। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী জানান, অগ্নি-কাণ্ডের তদন্ত করতে একটি বোর্ড গঠন করা হয়েছিল। তারা তাদের রিপোর্টে ওই সাত অফিসারের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ এনেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন পর্রীকর।

জুয়া রুখতে দাওয়াই

জুয়া খেলা বন্ধ করতে গান-বাজনার জলসার উপর খড়্গহস্ত হল কাছাড় প্রশাসন। রাত ১০টার পর বিচিত্রানুষ্ঠানের অনুমতি না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন জেলাশাসক গোকুলমোহন হাজরিকা। এতে ক্ষুব্ধ শিল্পী-কলাকুশলীরা। মঙ্গলবার তাঁরা জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান। স্মারকলিপিও দেওয়া হয়। শিল্পীদের বক্তব্য, জলসার জায়গার আশপাশে জুয়া খেলা হয় বলে বেশি রাত পর্যন্ত তার অনুমতি না-দেওয়ার যুক্তি নেই। জুয়ার সঙ্গে শিল্পীদের সম্পর্ক নেই। শিল্পীদের অভিযোগ, জুয়া বন্ধ করতে জেলা প্রশাসন ব্যর্থ বলে তার দায় শিল্পীদের কাঁধে চাপানো হচ্ছে। জেলাশাসক হাজরিকা জানান, জুয়া বন্ধের জন্যই এমন নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিল্পীরা চাইলে আলোচনা করতে পারেন বলে জানান তিনি। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজবীরের বক্তব্য, অনুষ্ঠানের জায়গা ঘিরে জুয়া বন্ধের জন্য পুলিশের উপর প্রচণ্ড চাপ ছিল। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story desh tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE