Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

উৎক্ষেপণ সফল। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ শ্রীহরিকোটা থেকে ‘জিএসএলভি মার্ক থ্রি’ রকেট উৎক্ষেপণে সফল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)। মহাকাশে উপগ্রহ উৎক্ষেপণে সাহায্য করবে রকেটটি। চার টন ভারী উপগ্রহ বহন করার ক্ষমতা রাখে ওই রকেট, যা এ দেশের অন্য রকেটের ক্ষমতার প্রায় দ্বিগুণ।

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৪ ০৩:০২
Share: Save:

সফল উৎক্ষেপণ


পিটিআইয়ের ছবি।

উৎক্ষেপণ সফল। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ শ্রীহরিকোটা থেকে ‘জিএসএলভি মার্ক থ্রি’ রকেট উৎক্ষেপণে সফল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)। মহাকাশে উপগ্রহ উৎক্ষেপণে সাহায্য করবে রকেটটি। চার টন ভারী উপগ্রহ বহন করার ক্ষমতা রাখে ওই রকেট, যা এ দেশের অন্য রকেটের ক্ষমতার প্রায় দ্বিগুণ। এর ফলে বিশ্বের মহাকাশ গবেষণা সংক্রান্ত বাণিজ্যে ভারতের কদর বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উৎক্ষেপক রকেটটির সঙ্গে যুক্ত করা হয় একটি ‘ক্রু মডিউল’ও। এই ক্রু মডিউলে দুই থেকে তিন জন মহাকাশচারী একসঙ্গে যাত্রা করতে পারবেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ অভিনন্দন জানিয়েছেন ইসরোর বিজ্ঞানী দলকে।

বৈঠকে গগৈ

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

ভর্তুকিতে চা শ্রমিকদের জন্য খাদ্যশস্য বণ্টন বন্ধ করা নিয়ে বিতর্কের মধ্যেই, বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট চা সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। অসমে বাগান শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও ‘প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট’ ঠিকমতো পালনের দিকে নজর রাখার নির্দেশ দেন গগৈ। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী পৃথ্বী মাঝি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নজরুল ইসলাম, শিল্প-বাণিজ্য মন্ত্রী প্রদ্যোৎ বরদলৈ, জনস্বাস্থ্য মন্ত্রী গৌতম রায় ও পঞ্চায়েত-গ্রামোন্নয়ন মন্ত্রী রকিবুল হুসেন। শ্রমসচিব জে বি এক্কা জানান, বাগানগুলিতে খাদ্য, পানীয়, বাসস্থান, চিকিৎসা, নিকাশি, শিক্ষার মান এখনও অনুন্নত। ফলে বিভিন্ন রোগ, প্রসূতি মৃত্যু, অশিক্ষা বাড়ছে। গগৈ বলেন, “চা বাগানগুলিতে সমস্যা দূর করতে দ্রুত পদক্ষেপ করতে হবে।”

আত্মঘাতী ৩

সংবাদ সংস্থা • পুদুচেরি

সুপ্রিম কোর্টের নির্দেশে পুদুচেরির অরবিন্দ আশ্রম থেকে একটি পরিবারকে উৎখাত করা হয়েছিল। আর তার জেরেই ওই পরিবারের সাত সদস্য সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। তিন জন মারা গিয়েছেন, চার জন হাসপাতালে। মৃতেরা শান্তি দেবী এবং তাঁর দুই মেয়ে অরুণাশ্রী ও রাজ্যশ্রী। তবে মৎস্যজীবীদের তৎপরতায় বেঁচে যান শান্তি দেবীর স্বামী গদাধর প্রসাদ এবং তাঁদের তিন মেয়ে হেমলতা, জয়শ্রী ও নিবেদিতা। মৃতদেহগুলি তামিলনাড়ুর ভিল্লুপুরমের কাছ থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অরবিন্দ আশ্রমেই আবাসিক হিসেবে থাকতেন ওই পরিবারের পাঁচ মেয়ে। আশ্রমের কাছেই থাকতেন তাঁদের বাবা-মাও। দশ বছর আগে আশ্রম কর্তৃপক্ষের তরফে তাঁদের এক বোনের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ আনেন।

১৫ দিন পুলিশ হাজত মেহদির

সংবাদ সংস্থা • ভোপাল

পশ্চিম এশিয়ার জঙ্গিগোষ্ঠী আইএস-এর টুইটার হ্যান্ডল পরিচালনায় অভিযুক্ত বাঙালি যুবক মেহদি মসরুর বিশ্বাসকে আরও ১৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বেঙ্গালুরুর আদালত। পাশাপাশি, মেহদির ওই টুইটার হ্যান্ডলের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের অভিযোগে তিন জনকে আটক করেছে মধ্যপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা। কাল রাতে জব্বলপুর জেলার রামপুর পটেল এলাকা থেকে ওই তিন অভিযুক্তকে আটক করা হয়। মেহদির টুইটারে ১৭ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। সূত্রের খবর, জব্বলপুরে আটক এই তিন যুবকও নিয়মিত মেহদির টুইটার হ্যান্ডেল ফলো করতেন ও সেই সূত্রেই জঙ্গিদের সঙ্গে যোগযোগও হয় তাঁদের। আজ মেহদিকে বেঙ্গালুরুর একটি আদালতে হাজির করানো হলে তাকে ২ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। কৈখালির বাসিন্দা মেহদির বাবা-মা ইতিমধ্যেই বেঙ্গালুরু পৌঁছেছেন। আজ ছেলের সঙ্গে দেখাও করেন তাঁরা। পাশপাশি, বেঙ্গালুরুর পুলিশ কমিশনার এম এন রেড্ডির সঙ্গেও দেখা করেছেন মেহদির বাবা-মা। রেড্ডি জানান, তিনি মেহদির পরিবারকে স্বচ্ছ্ব এবং দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, মেহদির পরিচালনা করা টুইটার ছাড়াও মেহদির ই-মেল অ্যাকাউন্টটি খতিয়ে দেখছে বেঙ্গালুরুর পুলিশ। জব্বলপুরের এই তিন যুবকের কথা সামনে আসে ই-মেল অ্যাকাউন্টের সূত্রেই। তদন্তকারীরা জানান, ৫০টিরও বেশি ‘অপরাধমূলক’ ই-মেলের সন্ধান মিলেছে তার অ্যাকাউন্টে। সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর পুলিশ যোগাযোগ করে জব্বলপুরের পুলিশের সঙ্গে। তার পর আটক করা হয় ওই তিন যুবককে। পুলিশ জানিয়েছে, মেহদির করা টুইটগুলির পাশাপাশি তার জবাবে আসা শতাধিক টুইট খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, টুইটার কর্তৃপক্ষের কাছে এই হ্যান্ডলটির সব তথ্য এবং ডেটাব্যাঙ্ক থেকে মুছে যাওয়া পুরনো তথ্য বিস্তারিত জানতে চেয়ে আর্জিও জানানো হয়েছে।

পেশোয়ার হামলার প্রতিবাদ কাশ্মীরে

নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর

পেশোয়ারের স্কুলে তালিবান হামলার কড়া সমালোচনা করে মূল চক্রীদের শাস্তির দাবিতে পথে নামল কাশ্মীরের পড়ুয়ারা। বৃহস্পতিবার লালচক প্রেস কলোনিতে বিক্ষোভ দেখান কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাঁদের মুখে ছিল সন্ত্রাস বিরোধী স্লোগান। হাতের প্ল্যাকার্ডেও ছিল দোষীদের শাস্তির আর্জি। কাশ্মীরের চিকিৎসক সংগঠনের ডাকে এ দিন তালিবান হামলার প্রতিবাদ জানান শ্রীনগরের একাধিক হাসপাতালের চিকিৎসক এবং মেডিক্যাল পড়ুয়ারা। প্রত্যেকের হাতে ছিল কালো ব্যান্ড। “শিশুদের উপর এই হামলা অমানবিক। দোষীদের অবিলম্বে শাস্তি হোক।”, দাবি জানান এক পড়ুয়া। যে হামলার কোনও নৈতিক বা মানবিক যুক্তি নেই, যে হামলা প্রাণ কেড়েছে অসংখ্য নিরপরাধ শিশুর, সেই শিশুহত্যাকারীদের শাস্তির দাবি উঠেছে এক যোগে।

ললিত মিশ্র খুনে যাবজ্জীবন ৪ জনের

ইন্দিরা গাঁধী মন্ত্রিসভার রেলমন্ত্রী ললিতনারায়ণ মিশ্রের হত্যা মামলায় দোষী সাব্যস্ত চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লির আদালত। রঞ্জন দ্বিবেদী, সন্তোষানন্দ, সুদেবানন্দ, গোপালজিকে বৃহস্পতিবার সাজা দেন জেলা বিচারক। ১৯৭৫ সালে সমস্তিপুর রেল স্টেশনে ললিতনারায়ণের সঙ্গেই বিস্ফোরণে প্রাণ হারান দু’জন। বিহার সরকারকে আদালত নির্দেশ দিয়েছে, ললিতনারায়ণের উত্তরাধীকারীদের পাঁচ লক্ষ টাকা দিতে হবে। একই টাকার অঙ্ক দিতে হবে বাকি দুই নিহতের উত্তরাধীকারীকেও।

চার মাসের জামিন মঞ্জুর

জয়ললিতার আরও চার মাসের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছিলেন যাতে প্রতিদিন মামলাটির শুনানি হয়। আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে।

ইট সিধুর কনভয়ে

দলের প্রার্থীর হয়ে প্রচার করার সময় বিজেপি নেতা নভজ্যোত সিংহ সিধুর কনভয়ে ইট-পাটকেল ছুড়লেন কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বৃহস্পতিবার জম্মু লাগোয়া ভোর ক্যাম্পের ঘটনা। বিজেপি প্রার্থী কবীন্দ্র গুপ্তের হয়ে এ দিন প্রচারে যান তিনি। আচমকাই সিধুর গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন। সিধুর আঘাত না লাগলেও, জখম হয়েছেন তাঁর গাড়ির চালক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন বিজেপির মুখপাত্র অরুণ গুপ্ত।

মনোরমা-কাণ্ড

অসম রাইফেলসের হাতে নিহত মণিপুরি তরুণী থাংজম মনোরমার মা-কে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০০৪-এর ১০ জুলাই রাতে মনোরমাকে তুলে নিয়ে যায় অসম রাইফেলস। পরে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। মনোরমাকে জেরা করে অস্ত্র উদ্ধার হয়েছে বলে দাবি করেছিল অসম রাইফেলস। পালানোর চেষ্টা করায় মনোরমার পায়ে গুলি করা হয়েছিল বলেও দাবি করে তারা। কিন্তু সে দাবি মানেনি বিচারবিভাগীয় তদন্ত কমিশন। এই ঘটনার পরে মণিপুরে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইনের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু হয়।

শীতে মৃত ২৪

অসময়ে তুষারপাত, সঙ্গে দোসর শৈত্যপ্রবাহ। তার জেরে ইতিমধ্যেই উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ২৪ জনের। আবহাওয়া দফতর সূত্রের খবর, বাগেশ্বর এবং আলমোড়ায় তুষারপাত শুরু হয়েছে। পিথোরাঘাট এবং কুমায়ুনের বেশ কিছু এলাকায় এখনই তাপমাত্রা ৪ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস।

অসুস্থ সনিয়া

শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সনিয়া গাঁধী। দু’তিন দিন তাঁকে সংসদে দেখা যায়নি। গত কয়েক বছরে মাঝে মাঝেই শারীরিক সমস্যায় ভুগেছেন সনিয়া। ২০১১ সালে চিকিৎসার জন্য তাঁকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল।

উমাকান্ত অ্যাকাডেমির বয়স বিতর্ক


তথ্য ও ছবি: বাপি রায়চৌধুরী।

১৫২ না ১২৫? আগরতলার উমাকান্ত অ্যাকাডেমির বয়স কত? এই বিতর্ককে সঙ্গে নিয়েই ১২৫ বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করেছেন শহরের সবচেয়ে পুরনো স্কুলটির পরিচালন কমিটি। তাঁর ত্রিপুরা সফরের সময় রবীন্দ্রনাথও এসেছিলেন এই উমাকান্ত অ্যাকাডেমিতে। কর্তৃপক্ষের বক্তব্য, ১৮৯০ সালে তৎকালীন মহারাজা এই হাইস্কুলটি প্রতিষ্ঠা করেন। পরে ১৯০৪ সালে ত্রিপুরার রাজদরবারের প্রধানমন্ত্রী উমাকান্ত দাসের নামে স্কুলের নামকরণ করা হয়। অন্য মত হল, স্কুলের জন্ম ১৮৬৩ সালে। এবং নিজের নিজের বক্তব্যের সমর্থনে দু’পক্ষই নথি পেশ করছেন। তবে সাধারণ আগরতলাবাসীদের একাংশের বক্তব্য: আপাতত, এই বিতর্ককে সঙ্গে নিয়েই বর্ষপূর্তির বছরভর অনুষ্ঠান চলুক না!


বড়দিনের আগে সান্তার বেশে। শুক্রবার চণ্ডীগড়ের একটি স্কুলে। ছবি: রয়টার্স।


উজ্জ্বল একঝাঁক...। বৃহস্পতিবার অমৃতসরে। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE