Advertisement
১৭ এপ্রিল ২০২৪
National News

পথ শিশুদের জন্য অর্থ সংগ্রহে কন্যাকুমারী থেকে কলকাতা হাঁটলেন এই ব্রিটিশ নাগরিক

পথটা নেহাত কম নয়। কন্যাকুমারী থেকে কলকাতা। একশো-দুশো নয়, আড়াই হাজার কিলোমিটার। কিন্তু ইচ্ছাশক্তি আর মনুষ্যত্বের কাছে তুচ্ছ সেই পথচলা।

প্যাট্রিক ব্যাডেলে

প্যাট্রিক ব্যাডেলে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১৭:১৩
Share: Save:

পথটা নেহাত কম নয়। কন্যাকুমারী থেকে কলকাতা। একশো-দুশো নয়, আড়াই হাজার কিলোমিটার। কিন্তু ইচ্ছাশক্তি আর মনুষ্যত্বের কাছে তুচ্ছ সেই পথচলা। পথশিশুদের সাহায্য করতে ২৫০০ কিলোমিটার পায়ে হাঁটলেন এই বছর ৬৫-র এই ব্রিটিশ নাগরিক।

তিনি প্যাট্রিক ব্যাডেলে। ১৯৭৩-এ ছাত্রাবস্থায় একবার ভারতে এসেছিলেন প্যাট্রিক। ভালবেসে ফেলেছিলেন দেশটাকে। প্যাট্রিক জানাচ্ছেন, ‘‘২০১৫ সালে চাকরি থেকে অবসর নিয়ে ভারতে চলে আসি। কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হই। এখন এটাই আমার জীবন।”

আরও পড়ুন: ক্লাসের পড়ুয়াদের অশ্লীল ভিডিও দেখিয়ে অর্ধনগ্ন নাচ শিক্ষিকার!

ভারতের গ্রামে প্যাট্রিক

এই সংগঠনের তরফেই পথশিশুদের জন্য অর্থ জোগাড় করতে এমন অভিনব পন্থা নেন প্যাট্রিক। শেষ পর্যন্ত ১২৪ জন মানুষের কাছ থেকে সাড়ে নয় লক্ষ টাকা সংগ্রহ হয়। ২০১৬-র অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল যাত্রা। প্রতিদিন ৬ ঘণ্টা করে হাঁটতেন। অবশেষে কন্যাকুমারী থেকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা হয়ে ফেব্রুয়ারি মাসে কলকাতা পৌঁছেছেন প্যাট্রিক। ওই স্বেচ্ছাসেবী সংস্থা সূত্রে খবর, সম্পূর্ণ টাকাটাই দুঃস্থ পথশিশুদের সাহায্যর্থে ব্যয় করা হবে।

(ছবি: সংগৃহীত)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE