Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সঙ্ঘ নেতার বিরুদ্ধে মামলা

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে ফতোয়া জারি করার অভিযোগে সঙ্ঘ নেতা কুন্দন চন্দ্রাবতের বিরুদ্ধে মামলা করল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সঙ্ঘ-প্রচারকের পদ থেকে তাঁকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০৩:০৬
Share: Save:

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে ফতোয়া জারি করার অভিযোগে সঙ্ঘ নেতা কুন্দন চন্দ্রাবতের বিরুদ্ধে মামলা করল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সঙ্ঘ-প্রচারকের পদ থেকে তাঁকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে। উজ্জয়িনীতে এক সভায় কুন্দন প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, পিনারাই বিজয়নের মাথা কাটতে পারলে এক কোটি টাকা ইনাম দেওয়া হবে। শনিবার উজ্জয়িনীর এসপি এম এস বর্মা জানান, ভারতীয় ফৌজদারির ৫০৫ ধারায় এফআইআর করা হয়েছে কুন্দনের বিরুদ্ধে।

কেরল সিপিএম চাইছে, কুন্দনের বিরুদ্ধে মামলা করুক কেরল পুলিশও। তিরুঅনন্তপুরমে এ দিন কেরল সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণন বলেন, ‘‘জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র দেখা উচিত এই মামলায় ইউএপিএ ধারা দেওয়া যায় কি না?’’ বালকৃষ্ণনের অভিযোগ, ‘‘কেরলে বামেরা আরএসএস কর্মীদের উপর হামলা চালাচ্ছে, খুন করছে— এই সব বলে সিপিএমের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে সঙ্ঘ।’’

সঙ্ঘ নেতৃত্ব অবশ্য ইতিমধ্যেই কুন্দনের থেকে দূরত্ব তৈরি করার কৌশল নিয়েছেন। এ দিন আরএসএসের মুখপাত্র মনমোহন বৈদ্য বলেন, ‘‘কুন্দন আরএসএসের কোনও বড় নেতা নন। তিনি যা বলেছেন, তা আরএসএসের সংস্কৃতি-বিরোধী। এটা আরএসএসের ভাষাও নয়। তাঁকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’’ তবে বিরোধীদের দাবি, এই পদক্ষেপ লোক দেখানো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kundan chandravat Pinarayi vijayan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE