Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

পিএনবি-কাণ্ডে সিবিআই জালে আরও তিন

সিবিআই সূত্রে খবর, ধৃতেরা হলেন ফরেক্স বিভাগের চিফ ম্যানেজার বেচু বিওয়ারি, স্কেল ২ ম্যানেজার যশবন্ত যোশী এবং ফরেক্স বিভাগের আরও এক অফিসার প্রফুল্ল সবন্ত।

পিএনবি প্রতারণা কাণ্ডে আরও তিন জনকে গ্রেফতার করল সিবিআই।

পিএনবি প্রতারণা কাণ্ডে আরও তিন জনকে গ্রেফতার করল সিবিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪৩
Share: Save:

পিএনবি প্রতারণা কাণ্ডে সোমবার আরও ৩ জনকে গ্রেফতার করল সিবিআই। এই নিয়ে এই কাণ্ডে এখনও পর্যন্ত মোট ৬ জন গ্রেফতার হল।

সিবিআই সূত্রে খবর, ধৃতেরা হলেন ফরেক্স বিভাগের চিফ ম্যানেজার বেচু বিওয়ারি, স্কেল ২ ম্যানেজার যশবন্ত যোশী এবং ফরেক্স বিভাগের আরও এক অফিসার প্রফুল্ল সবন্ত। এঁরা সকলেই পিএনবি-র ব্র্যাডি হাউস শাখায় কাজ করতেন।

প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকার প্রতারণা মামলায় শুক্রবারই পিএনবি-র প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুল শেট্টিকে মুম্বই থেকে গ্রেফতার করেছিল সিবিআই। ওই দিনই গ্রেফতার করা হয় সিঙ্গল উইন্ডো অপারেটর মনোজ খারাট এবং হেমন্ত ভাট নামে আরও দু’জনকে। হেমন্ত ভাট নীরবের সংস্থার এক পদস্থ কর্মী।

এ দিন ৩৯টি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত ৫, ৭১৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।

আরও পড়ুন:

উত্থান থেকে পতন: কে এই নীরব মোদী

নীরবের জন্য ব্যাঙ্কের নিজস্ব পাসওয়ার্ড পর্যন্ত চালান হয়ে গিয়েছিল

নীরবের ঘটনায় আগেই দেশের পাঁচটি রাজ্যের ২৬ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। অন্য দিকে, ইডি ১১ টি রাজ্যের ৩৫টি জায়গায় তল্লাশি চালিয়ে ৫৮৯ কোটি টাকার গয়না এবং হিরে আটক করেছে। সিবিআই জানায়, যে সব জায়গায় তল্লাশি চালানো হয়েছে সেগুলি কোনও না কোনও ভাবে নীরব মোদী এবং তাঁর মামা মেহুল চোক্সীর সঙ্গে জড়িত। চোক্সীর গীতাঞ্জলি জেমস, গিলি ইন্ডিয়া এবং নক্ষত্র ব্র্যান্ড—এই তিনটি সংস্থাতেও তল্লাশি চালায় তদন্তকারী সংস্থাগুলো। শুক্রবার রাতেই, নীরব মোদীর সংস্থার দুর্গাপুরের একটি শো-রুম ‘সিল’ করে দেয় ইডি। শনিবার দিনভর সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE