Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কুরেশি-যোগ, অভিযুক্ত প্রাক্তন সিবিআই প্রধান

বিতর্কিত মাংস ব্যবসায়ী মইন কুরেশিকে সাহায্য করার অভিযোগে এফআইআর হল প্রাক্তন সিবিআই প্রধান এ পি সিংহের বিরুদ্ধে। তাঁর বাড়িতে সোমবার তল্লাশিও চালায় সিবিআই।

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৫১
Share: Save:

বিতর্কিত মাংস ব্যবসায়ী মইন কুরেশিকে সাহায্য করার অভিযোগে এফআইআর হল প্রাক্তন সিবিআই প্রধান এ পি সিংহের বিরুদ্ধে। তাঁর বাড়িতে সোমবার তল্লাশিও চালায় সিবিআই। কুরেশি ইউপিএ জমানায় একাধিক শীর্ষ নেতা ও আমলার ঘনিষ্ঠ ছিলেন বলে মত তদন্তকারীদের। তাঁদের দাবি, সেই সময়ে অনেক আমলার ঘুষ নেওয়ার ক্ষেত্রে কুরেশি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। তখনই কুরেশির সঙ্গে যোগাযোগ করেন ওয়াই এস আর কংগ্রেসের নেতা জগন্মোহন রেড্ডির ঘনিষ্ঠ প্রদীপ কোনেরু। কোনেরুর বাবা ও ভাই ওই মামলায় সহ-অভিযুক্ত ছিলেন। তদন্তকারীদের দাবি, তাঁদের জামিনের জন্য কুরেশির মাধ্যমে এ পি সিংহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন প্রদীপ। মইন পলাতক। কয়লা কাণ্ডেও অভিযুক্তদের সঙ্গে দেখা করায় সিবিআইয়ের আর এক প্রাক্তন প্রধান রঞ্জিত সিন্হার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Moin Qureshi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE