Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

প্রাক্তন অধিকর্তা রঞ্জিত সিংহের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

সিবিআই-এর প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিংহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এফআইআর হল। এফআইআর করল সিবিআই নিজেই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০০:৪৩
Share: Save:

সিবিআই-এর প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিংহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এফআইআর হল। এফআইআর করল সিবিআই নিজেই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির সর্বোচ্চ পদে থাকাকালীন তিনি কয়লা ব্লক কেলেঙ্কারির তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, এমনই অভিযোগে এফআইআর হল। কয়লা ব্লক কেলেঙ্কারির অভিযুক্তদের সঙ্গে তিনি একান্তে দেখা করেছিলেন বলেও অভিযোগ আনা হল। রঞ্জিত সিংহ হলেন সিবিআই-এর দ্বিতীয় ডিরেক্টর, যাঁর বিরুদ্ধে সিবিআই নিজেই এফআইআর করল। এর আগে শুধুমাত্র এপি সিংহ এই পরিস্থিতির মুখে পড়েছিলেন।

দুর্নীতি দমন আইনের ১৩ (১) (ডি) ধারা এবং ১৩ (২) ধারায় রঞ্জিত সিংহের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অপরাধমূলক কার্যকলাপ এবং সরকারি পদের অপব্যবহার করেছেন রঞ্জিত সিংহ, বলছে সিবিআই। যদি অপরাধ প্রমাণিত হয়, তা হলে সিবিআই-এর এই প্রাক্তন অধিকর্তার সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরই রঞ্জিত সিংহের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিবিআই। তদন্তে যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতেই এফআইআর হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE