Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

এপ্রিল থেকে ক্যাশে লেনদেনে সাবধান, জেনে নিন কী কী করলেই জরিমানা

কেন্দ্রীয় বাজেটেই প্রস্তাব দিয়েছিলেন অরুণ জেটলি। চেক, ড্রাফ্ট বা ই-ব্যাঙ্কিং ছাড়া দিনে এক বারে নগদে ৩ লাখ টাকা বা তার বেশি লেনদেন করলেই মোটা জরিমানা। আগামী ১ এপ্রিল থেকেই এই নির্দেশ কার্যকরী হবে, জানিয়ে দিয়েছে অর্থ মন্ত্রক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৫
Share: Save:
০১ ০৭
একই ব্যক্তির থেকে এক দিনে নগদে ৩ লাখ বা তার বেশি টাকা গ্রহণ করলে জরিমানা দিতে হবে।<br>
এমনকী, বিভিন্ন বিল দেখিয়েও যদি ওই লেনদেন হয় তা হলেও শাস্তির মুখে পড়তে হবে।<br>

একই ব্যক্তির থেকে এক দিনে নগদে ৩ লাখ বা তার বেশি টাকা গ্রহণ করলে জরিমানা দিতে হবে।<br> এমনকী, বিভিন্ন বিল দেখিয়েও যদি ওই লেনদেন হয় তা হলেও শাস্তির মুখে পড়তে হবে।<br>

০২ ০৭
ই-ওয়ালেটের মাধ্যমে (পেটিএম ইত্যাদি) লেনদেনকেও নগদে লেনদেনের মতোই ধরা হবে।<br>
অর্থাত্ চেক, ব্যাঙ্ক ড্রাফট এবং ই-ব্যাঙ্কিং ছাড়া সব ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে।

ই-ওয়ালেটের মাধ্যমে (পেটিএম ইত্যাদি) লেনদেনকেও নগদে লেনদেনের মতোই ধরা হবে।<br> অর্থাত্ চেক, ব্যাঙ্ক ড্রাফট এবং ই-ব্যাঙ্কিং ছাড়া সব ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে।

০৩ ০৭
একটি রশিদের মাধ্যমে বিভিন্ন দিনে কোনও ব্যক্তির থেকে নগদে ৩ লাখ বা তার বেশি টাকা<br>
গ্রহণ করলেও আইনভঙ্গ করা হবে। ধরা যাক একটি রশিদের মাধ্যম্যে কোনও এক ব্যক্তিকে ৪ লাখ টাকা<br>
মূল্যের কোনও জিনিস বিক্রি করে পর পর দু’দিনে ২ লাখ টাকা করে নেওয়া হল। তা হলেও কিন্তু শাস্তির মুখে পড়বেন।

একটি রশিদের মাধ্যমে বিভিন্ন দিনে কোনও ব্যক্তির থেকে নগদে ৩ লাখ বা তার বেশি টাকা<br> গ্রহণ করলেও আইনভঙ্গ করা হবে। ধরা যাক একটি রশিদের মাধ্যম্যে কোনও এক ব্যক্তিকে ৪ লাখ টাকা<br> মূল্যের কোনও জিনিস বিক্রি করে পর পর দু’দিনে ২ লাখ টাকা করে নেওয়া হল। তা হলেও কিন্তু শাস্তির মুখে পড়বেন।

০৪ ০৭
কোনও একটি কর্মসূচি বা অনুষ্ঠান উপলক্ষে এক জনের থেকে নগদে ৩ লাখ বা<br>
তার বেশি টাকা খেপে খেপে নিলেও এই আইন লঙ্ঘন করা হবে।

কোনও একটি কর্মসূচি বা অনুষ্ঠান উপলক্ষে এক জনের থেকে নগদে ৩ লাখ বা<br> তার বেশি টাকা খেপে খেপে নিলেও এই আইন লঙ্ঘন করা হবে।

০৫ ০৭
কোনও একটি অনুষ্ঠান উপলক্ষে নগদে ৩ লাখ বা তার বেশি নগদে নিয়ে যদি তিনটে আলাদা<br>
খাতে দেখানো হয় তা হলেও আইন ভাঙা হবে, টাকা আলাদা আলাদা দিনে নিলেও। যেমন কোনও<br>
অনুষ্ঠানের ক্যাটেরিং বাবদ ১ লাখ, ডেকরেশন বাবদ ১.৫ লাখ আর অন্যান্য পরিষেবা বাবদ ১.৫ লাখ<br>
কোনও এক ব্যক্তি নগদে আলাদা আলাদা দিনে নিলেও জরিমানার আওতায় পড়বেন। এবং জরিমানা হবে ১০০ শতাংশ।

কোনও একটি অনুষ্ঠান উপলক্ষে নগদে ৩ লাখ বা তার বেশি নগদে নিয়ে যদি তিনটে আলাদা<br> খাতে দেখানো হয় তা হলেও আইন ভাঙা হবে, টাকা আলাদা আলাদা দিনে নিলেও। যেমন কোনও<br> অনুষ্ঠানের ক্যাটেরিং বাবদ ১ লাখ, ডেকরেশন বাবদ ১.৫ লাখ আর অন্যান্য পরিষেবা বাবদ ১.৫ লাখ<br> কোনও এক ব্যক্তি নগদে আলাদা আলাদা দিনে নিলেও জরিমানার আওতায় পড়বেন। এবং জরিমানা হবে ১০০ শতাংশ।

০৬ ০৭
বিয়ের উপহার এমনিতে ট্যাক্স ফ্রি। কিন্তু এ বার থেকে বিয়েতে ৩ লাখের বেশি নগদে<br>
উপহার নেওয়া যাবে না। অর্থাত্ ৩০০০ জনের থেকে ১০০ টাকা করে নগদে বিয়ের উপহার<br>
নিলে, বা ১০০ জনের থেকে ৩০০০ টাকা করে নগদে নিলে, তা আইনের আওতায় পড়ে যাবে।

বিয়ের উপহার এমনিতে ট্যাক্স ফ্রি। কিন্তু এ বার থেকে বিয়েতে ৩ লাখের বেশি নগদে<br> উপহার নেওয়া যাবে না। অর্থাত্ ৩০০০ জনের থেকে ১০০ টাকা করে নগদে বিয়ের উপহার<br> নিলে, বা ১০০ জনের থেকে ৩০০০ টাকা করে নগদে নিলে, তা আইনের আওতায় পড়ে যাবে।

০৭ ০৭
এক দিনে সাড়ে ৪ লাখ মূল্যের কোনও জিনিস কাউকে বিক্রি করে<br>
দেড় লাখ টাকা করে তিনটি বিভিন্ন রশিদের মাধ্যমে ওই লেনদেন দেখালেও এই আইনের<br>
আওতায় আসবেন, যদি একই দিনে ক্যাশে ওই টাকা নেওয়া হয়।

এক দিনে সাড়ে ৪ লাখ মূল্যের কোনও জিনিস কাউকে বিক্রি করে<br> দেড় লাখ টাকা করে তিনটি বিভিন্ন রশিদের মাধ্যমে ওই লেনদেন দেখালেও এই আইনের<br> আওতায় আসবেন, যদি একই দিনে ক্যাশে ওই টাকা নেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE