Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মুখ্যমন্ত্রীর স্ত্রীকে হাওয়া থেকে আনা সোনার হার পরালেন স্বঘোষিত বাবা

হাওয়ায় হাত ঘুরিয়ে কোনও না কোনও জিনিস নিয়ে এলেন তিনি। তুলে দিলেন ভক্তের হাতে। গুরুর এমন ‘আশীর্বাদ’ এর আগেও অনেক ভক্ত পেয়েছেন। কিন্তু, এ বার স্বঘোষিত বাবা গুরুবানন্দ স্বামীর দেওয়া ‘উপহার’ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তাঁকে প্রণাম করায় এ বার তিনি হাওয়া থেকে সোনার নেকলেস নিয়ে এসেছেন। এবং তা পরিয়ে দিয়েছেন এমন এক জনের গলায়, যিনি সম্পর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের স্ত্রী। যুক্তিবাদীরা এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। এমনকী, গুরুবানন্দকে চ্যালেঞ্জও ছুড়েছেন তাঁরা।

হাত পেতে হার নিচ্ছেন অম্রুত ফড়নবীস।

হাত পেতে হার নিচ্ছেন অম্রুত ফড়নবীস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৭
Share: Save:

হাওয়ায় হাত ঘুরিয়ে কোনও না কোনও জিনিস নিয়ে এলেন তিনি। তুলে দিলেন ভক্তের হাতে। গুরুর এমন ‘আশীর্বাদ’ এর আগেও অনেক ভক্ত পেয়েছেন। কিন্তু, এ বার স্বঘোষিত বাবা গুরুবানন্দ স্বামীর দেওয়া ‘উপহার’ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তাঁকে প্রণাম করায় এ বার তিনি হাওয়া থেকে সোনার নেকলেস নিয়ে এসেছেন। এবং তা পরিয়ে দিয়েছেন এমন এক জনের গলায়, যিনি সম্পর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের স্ত্রী। যুক্তিবাদীরা এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। এমনকী, গুরুবানন্দকে চ্যালেঞ্জও ছুড়েছেন তাঁরা।

ঠিক কী হয়েছিল?

গত রবিবার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়েছিলেন দেবেন্দ্রর স্ত্রী আম্রুতা। সেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন গুরুবানন্দ-ও। অনুষ্ঠানের মাঝপথে সাদা আসনে বসে থাকা ‘বাবা’কে প্রণাম করেন অম্রুতা। আর তখনই হাওয়ায় হাত ঘুরিয়ে একটি সোনার নেকলেস নিয়ে আসেন গুরুবানন্দ। এর পরেই তা হাত পেতে নিতে দেখা যায় আম্রুতাকে। যদিও তাঁর হাতে না দিয়ে বাবাজি মুখ্যমন্ত্রীর স্ত্রীর গলায় পরিয়ে দেন সোনার সেই হার। এর পর ফের এক বার প্রণাম করে সেখান থেকে বিদায় নেন পেশায় ব্যাঙ্ক-চাকুরে আম্রুতা।

আরও খবর
স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রামকে ‘ওপেন চ্যালেঞ্জ’ করলেন ঋষি কপূর!

একটি লোকাল চ্যানেলে এই ঘটনার ভিডিও দেখানো হয়। আর তার পরেই রাজ্যের যুক্তিবাদী আন্দোলনের কর্মীদের মধ্যে শোরগোল পড়ে যায়। তাঁদের দাবি, ভণ্ডামি করে এই সব স্বঘোষিত বাবা মানুষকে ধাপ্পা দিচ্ছেন। তবে তাঁরা সবচেয়ে চটেছেন, এক জন মুখ্যমন্ত্রীর স্ত্রী ওই উপহার নেওয়ায়। যুক্তিবাদীদের বক্তব্য, ‘‘ভণ্ডামিকে এ ভাবে প্রশ্রয় দেওয়ার কোনও কারণ নেই।’’ যদিও আম্রুত ফড়নবীসের দাবি, তিনি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। এবং সৌজন্যের খাতিরেই গুরুবানন্দকে প্রণাম করেন। তাঁর কথায়, ‘‘ছোটবেলা থেকে যে শিক্ষা পেয়েছি সেই অনুযায়ী কাজ করি। আমার থেকে বয়সে বড় বলে তাঁকে প্রণামও করেছি। এর মধ্যে অন্যায়ের তো কিছু নেই!’’

পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তাঁদেরই এক জন বলেন, ‘’২১ লাখ টাকার বাজি ধরছি। ওই ভদ্রলোক যদি নিয়ন্ত্রিত পরিস্থিতিতে অমন সোনার হার এনে দেখাতে পারেন তবে বুঝব!’’ এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন যুক্তিবাদীরা। এমনকী, ফড়নবীসকে প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। তিনি যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE